এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

Berhampore IC: ভোটের আগে বদল। বহরমপুরে নতুন আইসি সৌনক তরফদার

Published on: May 10, 2024

Berhampore IC লোকসভা ভোটের আগে বহরমপুরে পুলিশে রদবদল।  বহরমপুর থানায় নতুন ইনস্পেক্টর ইন-চার্জ (আইসি) হচ্ছেন সৌনক তরফদার।  বৃহস্পতিবার রাতেই নির্বাচন কমিশনের পক্ষ থেকে  সৌনক তরফদারকে নতুন আইসি হিসাবে নিয়োগ করা হয়েছে। এর আগে তিনি  রাজ্য পুলিশের এসটিএফে ইনস্পেকটর পদে কাজ করছিলেন । বৃহস্পতিবার  দুপুরেই বহরমপুর থানার আইসি উদয়শঙ্কর ঘোষকে সরিয়ে দেওয়ার নির্দেশ দেয় নির্বাচন  কমিশন। বহরমপুর থানার  আইসি-কে সরিয়ে তিন জনের প্যানেল থেকে এক জনকে নতুন আইসি হিসাবে নিয়োগ করার নির্দেশ দিয়েছিল নির্বাচন কমিশন । তার পরেই ওই পদে সৌনক তরফদারকে  নিয়োগ করা হল।

মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের ভোটের আগে সরিয়ে দেওয়া হয় রানীতলা থানার আইসি’কে। তার আগে মুর্শিদাবাদ রেঞ্জের ডিআইজি মুকেশ কুমারকে সরিয়ে দিয়েছিল নির্বাচন  কমিশন। রামনবমীতে অশান্তির ঘটনার পর  মুর্শিদাবাদ জেলার  শক্তিপুর এবং বেলডাঙা থানার দুই ওসিকেও  সরানো হয়। এবার সরানো হল বহরমপুরের আইসিকে। ওই আইসি’র বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসকে সহযোগিতার অভিযোগ করেছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী।

 

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now