Berhampore Hotel ফের বহরমপুরে হোটেলে পুলিশের রেড। গ্রেফতার ৫। উদ্ধার নাবালিকা । ফের বহরমপুরের হোটেলে মধুচক্র বন্ধ করল পুলিশ । এদিন বিকেলে বহরমপুর শহরের স্বর্ণময়ী এলাকার একটি হোটেলে হানা দেয় বহরমপুর থানার পুলিশ । Immoral Traffic (Prevention) Act,- আইনে হোটেলে হানা দিয়ে ৫ জনকে গ্রেফতার করল বহরমপুর থানার পুলিশ। উদ্ধার ১ নাবালিকাও ও ২ মহিলা।
Berhampore Hotel কী চলছিল হোটেলে ?
এদিন বিকেলে গোপন সূত্রে খবর পেয়ে স্বর্ণময়ী এলাকার ওই গেস্ট হাউসে হানা দেয় পুলিশ। গ্রেফতার হোটেলের মালিক, ম্যানেজার। জানা গিয়েছে মধুচক্র চালানোর জন্যই চালানো হচ্ছিল ওই হোটেল। বহরমপুর থানায় দায়ের হয়েছে এফআইআর। বুধবার ধৃতদের পেশ করা হবে আদালতে। এর আগে বহরমপুরেরই একটি গেস্ট হাউসে রেড চালিয়ে গ্রেফতার করা হয় ৪ জনকে।
আরও পড়ুনঃ Berhampore News বহরমপুরে গেস্ট হাউস খুলে একি কারবার ! উদ্ধার ২ মহিলা। গ্রেফতার ৪










