Berhampore Hotel: বহরমপুরে হোটেলে দরজা ভাঙতেই এ কী দৃশ্য

Published By: Madhyabanga News | Published On:

বহরমপুরের বানজেটিয়া (Banjetia)  এলাকার একটি হোটেল। সেই হোটেল থেকেই রবিবার ভরদুপুরে ভয়ঙ্কর কান্ড। হোটেলের ঘর থেকে  উদ্ধার হল পচাগলা মরদেহ। কীভাবে এই  ব্যক্তির মৃত্যু হল তা খতিয়ে দেখছে পুলিশ । জানা গিয়েছে বেলডাঙ্গার (Beldanga)  মহ্যমপুরের বাসিন্দা  মহম্মদ মোকাদ্দেস আলি নামে ওই ব্যক্তি টায়ারের ব্যবসা করতেন । বহরমপুরের (Berhampore Hotel)   বানজেটিয়ায় একটি হোটেলে  কয়েক বছর ধরেই ভাড়ায় থাকতেন তিনি । জানা গিয়েছে,  দিন পাঁচেক তাঁকে হোটেলে ফিরতে দেখা  গিয়েছিল। তবে  দু’দিন ধরে বন্ধ ছিল ওই ব্যক্তির ঘর। এদিন সকালে ঘর থেকে দুর্গন্ধ পেয়ে পুলিশে খবর দেয় হোটেল  কতৃপক্ষ।

আরও পড়ুনঃHariharpara: বাইকের পাশে দাঁড়িয়ে বাচ্চা ছেলে , তার পরেই ফক্কা ! 

পুলিশ এসে দরজা খুলে পচাগলা দেহ উদ্ধার করে। ঘরের মধ্যে মশারি টাঙান অবস্থায় ছিল। খাটের  উপরে পরে ছিল মৃতদেহ । কীভাবে মৃত্যু হল ওই ব্যবসায়ীর বা বুঝে উঠতে পাড়ছেন না পরিবারের সদস্যরা। মৃতের আত্মীয় মহম্মদ রবিউল আলমের দাবি, একাই থাকতেন ওই ব্যক্তি। একাধিক রোগেও ভুগছিলেন।  পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। কীভাবে মৃত্যু তার তদন্তে নেমেছে বহরমপুর থানার  পুলিশ।

আরও পড়ুনঃ Train Fare: ১০ টাকাতেই কাটোয়া থেকে Azimganj