এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

Berhampore Hilsa Price বহরমপুরে ২০০০ টাকা কিলো নতুন ইলিশ !

Published on: August 4, 2024
Berhampore Hilsa Price

Berhampore Hilsa Price রবিবার বহরমপুরের বাজার মাতাচ্ছে রূপালি শস্য। বাজারে ইলিশ কিনতে ভিড় ক্রেতাদেরও। মাছেদের রাজা ইলিশ দেখে সবারির মুখে ফুটছে হাঁসি। মাছে-ভাতে বাঙালির পাতে ঘুরছে ইলিশ। বাজারে গেলেই দেখা মিলছে টাটকা ইলিশের তাই খুশি আমজনতাও।

বর্তমানে বহরমপুরের বাজারে পাওয়া যাচ্ছে নতুন বাংলা ইলিশ বা পদ্মার ইলিশ। এছাড়াও বড়িশাল, ডাইমন্ড ইলিশের চাহিদা রয়েছে। কিন্তু কোনটা বিক্রি হচ্ছে কতদামে ? টাটকা পদ্মার ইলিশ- এক কিলো ২০০০ টাকা। বরিশালের ইলিশ- এক কিলো ১৮০০ টাকা।

পাশাপাশি ৮০০, ৬০০, ৫০০ টাকা হিসেবেও মিলছে ইলিশ। নতুন মাছ বাজারে ঢুকলেও কমছে না ইলিশের দাম। চড়া দামের কারণে অনেকেই কিনতে পাড়ছেন না মনের মতন ইলিশ। কবে কমবে এই দাম সেই তাকিয়ে ইলিশ প্রেমিরা। বহরমপুর থেকে সুভরাজ সরকারের রিপোর্ট ইমাজিন কমিউনিটি মিডিয়া।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now