Berhampore Hawkers Eviction বহরমপুরের ফুটপাত দখলমুক্ত করতে ফের অভিযান

Published By: Imagine Desk | Published On:

Berhampore Hawkers Eviction নবান্নে মুখ্যমন্ত্রীর হকার উচ্ছেদের নির্দেশের পরে ফের ফুটপাত দখল মুক্ত করার অভিযান বহরমপুরে । বহরমপুরের এসডিও থেকে পুলিশ কর্তাদের তরফ থেকে দেখা গেল তৎপরতা। রবিবার সকালে বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় ফুটপাত দখল করে যে সমস্ত ব্যবসায়ীরা ব্যবসা করছেন।  তাদেরকে বহরমপুর সদর  এসডিও SDO Berhampore Sadar ,   পুলিশ আধিকারিক এবং পৌরসভার পক্ষ থেকে সতর্ক করা হয়। পিছিয়ে নিতে বলা হয় দোকান।  এদিন দেখা যায়,  ফুটপাত দখল করে ব্যবসা করছেন  অনেকে । দোকানের কারণে ব্লক হয়ে যাচ্ছে ড্রেন। বহরমপুরের এসডিও শুভঙ্কর রায় SHRI SUBHANKAR ROY, WBCS(Exe)  জানান,  ফুটপাত থেকে ব্যবসায়ীদের  জিনিস সরানোর নির্দেশ দেওয়া হয় এদিন।

 

এদিন সকালেই বহরমপুর থানা সংলগ্ন এলাকায় সরকারি জমির ওপর থাকা  অবৈধ দোকানও  ভাঙা হয়।   দোকান মালিকের দাবি,  দীর্ঘ ১২ বছর পুরনো দোকান ছিল। সেই দোকান ভেঙে একটি অস্থায়ী দোকান বহরমপুর চেয়ারম্যানের সহযোগিতায় করা হয়েছিল এখানে। বলা হয় পরে তার ব্যবস্থা করে দেওয়া হবে। তাই তিনি এখানে ব্যবসা করছিলেন জানান দোকানদার। বহরমপুর পৌরসভার চেয়ারম্যান নাড়ুগোপাল মুখার্জি জানান, সরকারি জমি ব্যক্তিগত প্রয়োজনে, নিয়ন্ত্রণের বাইরে দখল হলে সরকার তো কোন কাজ করতে পারবে না। সরকারি জমি জবর দখল করা হলে তা মুক্ত করার চেষ্টা চালানো হবে।