Berhampore Handloom Expo বাংলার ঐতিহ্যবাহী তাঁত শিল্প এবং শিল্পীদের সৃষ্টির সম্ভার নিয়ে এবার হস্ততাঁত বস্ত্র মেলা শুরু হল বহরমপুর শহরে। শুক্রবার বহরমপুর রবীন্দ্রসদন ক্যাম্পাসে জেলা হস্ততাঁত বস্ত্র মেলা এক কথায় জেলা হ্যান্ডলুম এক্সপো-র উদ্বোধন হল মহা সমারোহে। মেলার আয়োজনে রাজ্য ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প উদ্যোগ এবং বস্ত্র দপ্তরের অধীনে বহরমপুর বস্ত্র শিল্প অধিকারের উন্নয়ন আধিকারিক। প্রদীপ প্রজ্বলন, ফিতে কেটে মেলার উদ্বোধন করলেন মুর্শিদাবাদ জেলা পরিষদ সভাধিপতি রুবিয়া সুলতানা। স্টলে স্টলে ঘুরে দেখলেন তাঁত বস্ত্রের সম্ভার।

Berhampore Handloom Expo সাত দিন ধরে চলবে জেলা হস্ততাঁত বস্ত্র মেলা
Berhampore Handloom Expo মুর্শিদাবাদ জেলা পরিষদ সভাধিপতি রুবিয়া সুলতানা বলেন, তাঁত শিল্প বাঙালিদের আকর্ষণ। আমরা চাই, যেমন ভাবে মালদা, মুর্শিদাবাদের সিল্ক বিশ্বজুড়ে বিখ্যাত। সেই ভাবেই বিশ্বজোড়া পরিচিতি পাক হ্যান্ডলুম সেই কামনা থাকবে।
Berhampore Handloom Expo সাত দিনের মেলা। মুর্শিদাবাদ ছাড়াও বর্ধমান, হুগলী, নদীয়া, দক্ষিন দিনাজপুর থেকে তাঁত শিল্পীরা মেলায় অংশ নিয়েছেন। ২৬ টি স্টল আছে, মুর্শিদাবাদ জেলার স্টল আছে ৮ টি। উদ্বোধনী পর্বে উপস্থিত ছিলেন হস্ততাঁত উন্নয়ন আধিকারিক প্রদীপ দাশগুপ্ত সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। হস্ততাঁত উন্নয়ন আধিকারিক প্রদীপ দাশগুপ্ত বলেন, তাঁত শিল্পীদের অনন্য প্রয়াস, অনন্য শিল্পকর্ম নিয়ে উপস্থিত হয়েছেন। এই শিল্প কর্মকে জনসমক্ষে প্রদর্শন করছেন, বিক্রয় করছেন, এই বিক্রয়ের মাধ্যমে তাঁত শিল্পীরা উপকৃত হবেন এটাই গর্বের বিষয়।

Berhampore Handloom Expo মেলায় স্টল সংখ্যা ২৬
Berhampore Handloom Expo মেলা জুড়ে স্টলে স্টলে তাঁত বস্ত্রের সাথেই রয়েছে হস্ত শিল্পের সম্ভার। রয়েছে ঐতিহ্যবাহী শাড়ি, মাটির মডেল, গৃহসজ্জা, গয়না, এবং হস্তশিল্প সামগ্রী। তাঁতি ও শিল্পীরা তাদের ঐতিহ্যবাহী শাড়ি, বস্ত্র এবং হস্তশিল্প প্রদর্শন ও বিক্রি করার সুযোগ পেলেন আরও একবার। আগামী ৫ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই মেলা।










