Berhampore Girls College স্বনির্ভরতা। শিক্ষার অন্যতম লক্ষ্য। কিন্তু শুধু সিলেবাসের (Syllabus) পড়াশোনা নয়। লেখাপড়ার পাশাপাশি হাতের কাজ, শিল্পচর্চার মাধ্যমেও স্বনির্ভর হতে পারে মেয়েরা। এই লক্ষ্যেই বহরমপুর গার্লস কলেজে শুরু হল উদ্ভাবনী মেলা । মঙ্গলবার দিনভর কলেজ (College) চত্বরে প্রদর্শনী ও মেলায় অংশ নিলেন শহরের দুটি গার্লস স্কুলের ছাত্রীরা , বহরমপুর গার্লস কলেজের প্রাক্তনীদের সংগঠন ও দুটি সংস্থার সদস্যরা। মেলায় নিজেদের হস্তশিল্পের বিভিন্ন উপকরণ বিক্রি করতে পেরে খুশি ছাত্রীরা। মেলায় স্কুল পড়ুয়া ও সংস্থার সদস্যদের হাতের তৈরি বিভিন্ন ধরনের জিনিসের স্টল বসেছে। অনেকেই ছাত্রীদের বানানো সামগ্রী কিনতে ভিড় জমাচ্ছেন।
এদিন মেলায় এসে সমাজকর্মী খাদিজা বানু বলেন, ছাত্রীদের পড়াশোনার পাশাপাশি মহিলাদেরর সশক্তিকরণের উপর জোর দিতে হবে। পড়াশোনার পাশাপাশি স্বনির্ভর হওয়ার পথ খুঁজতে হবে ছাত্রীদের। স্বনির্ভর হওয়ার মানসিক শক্তি যোগাতে হবে ছাত্রীদের। সেই লক্ষ্যেই এই রকম উদ্যোগ। বহরমপুর গার্লস কলেজের অধ্যাপক ডঃ মধু মিত্র বলেছেন, এই মেলার নাম উদ্ভাবনী। হস্তশিল্প ও কুটিরশিল্পের বিভিন্ন উপাদান এই মেলায় উঠে এসেছে। এই মাধ্যমে মেয়েদের নিজের পায়ে দাঁড়ানোর সাহস দেওয়া হচ্ছে।