Berhampore Girls College শিক্ষা প্রতিষ্ঠানের উন্নতিতে নতুন দিশা কোন পথে! সেমিনার গার্লস কলেজে

Published By: Imagine Desk | Published On:

Berhampore Girls College রাজ্য স্তরের সেমিনার অনুষ্ঠিত হল বহরমপুর গার্লস কলেজে Berhampore Girls College। বুধবার গার্লস কলেজে এই সেমিনার যদিও পড়ুয়াদের নিয়ে নয়, এই সেমিনার কলেজের শিক্ষক, শিক্ষা কর্মীদের জন্য। কলেজের শিক্ষক এবং শিক্ষা কর্মীদের কল্যাণে রাজ্য সরকারের তরফে কী কী পরিকল্পনা এবং ব্যবস্থা নেওয়া হয়েছে সেই বিষয়ে হয় আলোচনা সভা। চাকুরীজীবীদের স্বীকৃতি, কাজের উন্নতির জন্য মানদণ্ড নির্ণয়ের ব্যবস্থাপনা কী কী হতে পারে, প্রাতিষ্ঠানিক উন্নতিতে কী ভূমিকা থাকবে? আলোচনা হয় বিস্তর। বহরমপুর গার্লস কলেজে  Internal Quality Assurance Cell IQAC-র  উদ্যোগে সহকারী প্রতিষ্ঠান হিসেবে  সুভাষচন্দ্র বোস সেনটেনারি কলেজ, কান্দি রাজ কলেজ, ডোমকল গার্লস কলেজ, মুরলীধর গার্লস কলেজ – এই চারটি কলেজের সহযোগিতায় “Staff Welfare and Aprraisal Systems in Higher Education Institiutions of West Bengal ” এই শিরনামে হয় সেমিনার। 

Berhampore Girls College  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলা শাসক রাজর্ষি মিত্র,  সেমিনারের সভাপতিত্ব করেন  কলেজ পরিচালন সমিতির সভাপতি নাড়ুগোপাল মুখার্জী। বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নিউ আলিপুর কলেজের অধ্যক্ষ ডঃ জয়দ্বীপ সারেঙ্গী, চাপড়ার গভর্নমেন্ট জেনারেল ডিগ্রি কলেজের প্রিন্সিপ্যাল জেনারেল ডঃ শুভাশিস পাণ্ডা। ভার্চুয়ালি আলোচনা সভায় উপস্থিত ছিলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রধান ডঃ সেলিম বক্স মণ্ডল, রামকৃষ্ণ মিশন রেসিডেনশিয়াল কলেজের অ্যাসোসিয়েট প্রফেসর ডঃ অসীম মণ্ডল।

Berhampore Girls College  বহরমপুর গার্লস কলেজের অধ্যক্ষা ডঃ হেনা সিনহা জানান, উন্নততর মানব সম্পদকে কেন্দ্র করে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলি কীভাবে সরকারি সহায়তায় এবং কলেজের মানব সম্পদকে যথাযোগ্য  সদব্যবহার করে, উদ্যোগী হয়ে প্রতিষ্ঠানকে একটা উচ্চতর মাত্রায় পৌঁছে দিতে পারে সেটাই ছিল আজকের আলোচনার বিষয়। আলোচনার ফলে শিক্ষা প্রতিষ্ঠানগুলি আগামী দিনে আরও উন্নতস্তরে পৌঁছবে তার দিশা এখান থেকেই পাবে।