Berhampore Girls College: মুর্শিদাবাদের ইতিহাস ও পর্যটন নিয়ে সেমিনার গার্লস কলেজে

Published By: Madhyabanga News | Published On:

Berhampore Girls College  মুর্শিদাবাদ জেলার  ইতিহাস ও পর্যটন শিল্প নিয়ে ছাত্রীদের সচেতন ও ইতিহাসমুখী করতে রাজ্য স্তরের সেমিনার হয়ে গেল  বহরমপুর গার্লস কলেজে। সেমিনারের আলোচ্য বিষয় ছিল ‘মুর্শিদাবাদের ইতিহাস এবং ইতিহাস ভিত্তিক পর্যটন’।  বহরমপুর গার্লস কলেজ ও মুর্শিদাবাদ জেলা ইতিহাস ও সংস্কৃতি চর্চা কেন্দ্রের উদ্যোগে এবং পাঁচথুপি হরিপদ গৌরিবালা কলেজের Panchthupi Haripada-Gouribala College সহযোগিতায় শুক্রবার  এক দিনের সেমিনারের আয়োজন করা হয় । গার্লস কলেজের অমিও রাও কনফারেন্স হলে সেমিনারে অংশ নেয় ইতিহাস বিভাগের ছাত্রীরা। মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা শাসক জেলাপরিষদ Addl. District Magistrate(ZP)  মহম্মদ সামসুর রহমান MD SAMSUR RAHAMAN, WBCS(EXE) । এই ধরনের সেমিনার জেলার ইতিহাসকে সমৃদ্ধ করবে।

Berhampore Girls College  সেমিনারে বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক  ডঃ রাজর্ষি চক্রবর্তী, মুর্শিদাবাদ জেলা পর্যটন আধিকারিক দেবব্রত রায়, গবেষক  অরিন্দম রায়। প্রত্যেকেই বিভিন্ন বিষয় তুলে ধরেন। সেমিনার মঞ্চ থেকেই মুর্শিদাবাদ জেলা ইতিহাস ও সংস্কৃতি চর্চা কেন্দ্রের তরফে জেলার ইতিহাসের ওপর একটি বই প্রকাশিত হয়।  শুধু বইয়ের পাতায় নয় ইতিহাসকে দৈনন্দিন জীবন জীবিকা, গবেষণা, সংস্কৃতিতে যুক্ত করলে কর্মসংস্থানের ক্ষেত্রে সীমাহীন সম্ভাবনায় আশাবাদী কলেজের অধ্যাক্ষা ডঃ হেনা সিনহা।