Berhampore Girls College ছাত্রীদের গতিবিধি ট্র্যাক হবে অ্যাপে! বহরমপুর গার্লস কলেজের অভিনব উদ্যোগ

Published By: Imagine Desk | Published On:

Berhampore Girls College একটি অ্যাপ। কাজ হাজারো। ছাত্রীরা কখন কলেজে এলো, কোন ক্লাসে গেল, লাইব্রেরীতে গেল কিনা! কলেজ থেকে বেরোলই বা কখন- অর্থাৎ কলেজ ক্যাম্পাস জুড়ে ছাত্রীদের পড়াশোনা তো বটেই তাদের গতিবিধির উপর নজর রাখবে একটি অ্যাপ। কলেজ ছাত্রীদের আইডেন্টিটি কার্ডে থাকা বার কোড স্ক্যান করলেই অ্যাপের ট্র্যাকিং সিস্টেম এ চলে আসবে তারা। কলেজের ছাত্রীদের উপস্থিতির সম্পূর্ণ তথ্য থাকবে অ্যাপে। স্মার্ট ফোনে যে অ্যাপ ইন্সটলেশনের মাধ্যমে নোটিফিকেশন পেয়ে যাবেন অভিভাবকরা। অর্থাৎ ছাত্রীদের সুরক্ষায় এবং কলেজ ক্যাম্পাসে নিরাপত্তার ক্ষেত্রে এক অভিনব প্রয়াস এবং উদ্যোগ নিল বহরমপুর গার্লস কলেজ। বুধবারই আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন হয়ে গেল অভিনব এই অ্যাপটির। এই অ্যাপটির নাম দেওয়া হয়েছে ‘বিজিসি কলেজ ম্যানেজমেন্ট অ্যাপ’ । লক্ষ্য হল অ্যাপের মাধ্যমে একটি ডেটা ব্যাঙ্ক তৈরি করে সেখানে সংগৃহীত রাখা সমস্ত তথ্য। অফিস ম্যানেজমেন্ট থেকে ফিনানশিয়াল ম্যানেজমেন্ট, কলেজের ছাত্রী, অধ্যাপক, অধ্যাপিকা, কর্মী- প্রত্যেকের কলেজ সংক্রান্ত প্রতিটি ডেটা থাকবে এই অ্যাপে। কলেজ ম্যানেজমেন্টের এই সুরাহাকারি অ্যাপ নিয়ে অত্যন্ত আশাবাদী কলেজের অধ্যক্ষ ডঃ হেনা সিনহা। তিনি জানান, সুবিধাজনক একটি অ্যাপ যেটার খোঁজ বহুদিন ধরেই চলছিল। অবশেষে সেটি কার্যকরী করা গেল। অত্যন্ত আনন্দিত, আপ্লুত। এরকম এই অ্যাপ্লিকেশন কলেজকে উন্নততর জায়গায় নিয়ে যাবে।

Berhampore Girls College অ্যাপটির কার্যকারিতা নিয়ে এদিন সড়গড় হন কলেজের শিক্ষক, শিক্ষিকা, ছাত্রীরা। বোঝানো হয় কীভাবে কাজ করবে এই অ্যাপটি। প্রেসেনটেশনের মাধ্যমে তুলে ধরা হয় খুঁটিনাটি বিষয়। ডেটা বেস ম্যানেজমেন্ট সিস্টেমকে আরও শক্তিশালি করার ক্ষেত্রে, কলেজের একাডেমিক এবং প্রশাসনিক কাজের মান উন্নয়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ এই অ্যাপ, জানান কলেজের ইন্টারনাল কোয়ালিটি অ্যাসুউরেন্স সেল এর কো অর্ডিনেটর ডঃ ভাস্কর মহানায়ক।

Berhampore Girls College দুশ্চিন্তা, সংশয় থেকে এই অ্যাপ অভিভাবকদের চিন্তা দূর করবে। কলেজের খুঁটিনাটি তথ্য জানার আরও এক সুযোগ মিলবে। কলেজ ছাত্রীরাও অত্যন্ত আশাবাদী এই অ্যাপ নিয়ে।