এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

Berhampore Ganga Arati বেনারসের মতোই বহরমপুরে গঙ্গা আরতি

Published on: November 5, 2025
Berhampore Ganga Arati

Berhampore Ganga Arati বেনারসের মতোই বহরমপুরে গঙ্গা আরতি । সেই আরতি দেখতে ভিড় করলেন শহরের মানুষও। বয়ে চলা ভাগীরথী নদীকে শ্রদ্ধা জানানো হল আরতির মাধ্যমে।   মঙ্গলবার সন্ধায় এই আরতির আয়োজন করা হয় বহরমপুরের গোপালঘাটে  ।

আরতিতে শামিল হলেন বহরমপুর পৌরসভার চেয়ারম্যান নাড়ুগোপাল মুখার্জি থেকে সরকারি আধিকারিকরা। ২০০৮ সালে ৪ নভেম্বর জাতীয় নদী হিসেবে ঘোষণা করা হয় গঙ্গাকে Ganges। সেই থেকেই প্রতি বছরই এইদিন গঙ্গা উৎসব হিসেবে পালিত হয় দেশ জুড়ে।  সেই গঙ্গা উৎসবের অংশ হিসেবেই হল গঙ্গা আরতি।

আরও পড়ুনঃ গঙ্গা বাঁচাতে কী করা উচিৎ, কী নয়? সচেতনতার পাঠ গার্লস কলেজে

Berhampore Ganga Arati কেন এই উদ্যোগ ?

এদিন নিজে হাতে আরতিও করেন নাড়ুগোপাল মুখার্জি। পৌরসভার চেয়ারম্যান জানান, নদী লাইফলাইন। নদীকে সম্মান জানাতেই এই ধরণের উদ্যোগ। তিনি বলেন, “মুখ্যমন্ত্রীর নির্দেশে এই উৎসব পালিত হচ্ছে। আমাদের সংস্কৃতিতে গঙ্গাকে মা রূপে পুজো করা হয়। গঙ্গাকে বাঁচিয়ে রাখতে হবে। তাই গঙ্গাকে দূষণ মুক্ত রাখতে হবে”।

Berhampore Ganga Arati Narugopal Mukherjee

তিনি জানিয়েছেন, বহরমপুরের জলের সংকট মিটেছে। ৩০০ কোটি টাকার প্রকল্প হচ্ছে। কুঞ্জঘাটায় পৌরসভার জমিতে কাজ চলছে। এক বছরের মধ্যে শহরের সব মানুষ পরিশুদ্ধ জল পাবেন। এখন ২০ হাজার পরিবার জল পাচ্ছে। আরও ৬০ হাজার পরিবার পরিশুদ্ধ জল পাবেন।

Berhampore Ganga Arati এদিন সন্ধ্যায় থেকেই আরতি দেখার জন্য  ঘাটের সিঁড়িতে বসে ছিলন স্থানীয়রা। ইন্দ্রপ্রস্থের বাসিন্দা মন্দিরা দাস জানিয়েছেন, টিভিতে এই রকম আরতি আমরা দেখেছি। চোখের সামনে দেখের ইচ্ছে ছিল। সেই ইচ্ছে পূরণ হল। নদীকে আমরা পুজো করি। আমাদের উচিৎ নদীকে সম্মান করা।

Berhampore Ganga Arati  দিনভর কী কী হল গঙ্গা উৎসবে ?

গঙ্গা পরিষ্কার আমাদের অঙ্গীকার- এই বার্তা নিয়ে মঙ্গলবার সকালে শহর বহরমপুরে সচেতনতামূলক অভিযানে প্রশাসনিক কর্তা থেকে পৌর কর্তারা। নদী উৎসব ২০২৫ উপলক্ষে  বহরমপুর শহরে হল প্রভাতফেরি, শোভাযাত্রা। বহরমপুর পৌরসভা চত্বর থেকে র‍্যালি শুরু হয়, আসে কে এন কলেজ ঘাটে। সেখানেই স্বচ্ছতা অভিযান চলে। মুর্শিদাবাদ জেলা গঙ্গা কমিটি, বহরমপুর পৌরসভার সহযোগিতায় এই কর্মসূচী নেয়।

মঙ্গলবার দুপুরে  Water Conservation & River Rejuvenation জল সংরক্ষণ এবং নদী পুনরুজ্জীবনের উপর একদিনের জেলা স্তরের সেমিনার অনুষ্ঠিত হল বহরমপুর গার্লস কলেজে। ডিসট্রিক্ট গঙ্গা কমিটি এবং সদর মহকুমা অফিস,  বহরমপুর গার্লস কলেজের Internal Quality Assurance Cell ( IQAC) -র সহযোগিতায় এই সেমিনারের আয়োজন করে। সেমিনারে উপস্থিত ছিলেন সদর মহকুমা শাসক শুভঙ্কর রায়, ডিস্ট্রিক্ট গঙ্গা কমিটির ডিপিও সাত্যকি জানা সহ কলেজের অধ্যাপক, ছাত্রীরা।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now