এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

Berhampore Footballer Demise: ঊনসত্তরে শেষ গোল চম্পক দত্তের

Published on: December 14, 2025
Berhampore Footballer Demise

Berhampore Footballer Demise দেশে লিয়োনেল মেসির উপস্থিতি ঘিরে উন্মাদনা, যুবভারতীতে বিশৃঙ্খলার ঘটনার মধ্যে মুর্শিদাবাদ (Murshidabad) হারাল এক বিশিষ্ট ফুটবলারকে। প্রয়াত হলেন বহরমপুরের (Berhampore) প্রাক্তন ফুটবলার চম্পক দত্ত (Champak Dutta)। হিন্দ ক্লাব সহ মুর্শিদাবাদ জেলার একাধিক ক্লাবে খেলেছেন, জেলা Football টিমে খেলেছেন তিনি। বয়স হয়েছিল ৬৯ বছর। দীর্ঘদিন বহরমপুর কোর্টে চাকরি করেছেন। অসুস্থতায় ভুগছিলেন। বহরমপুরে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন। শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে রবিবার ভোরে কলকাতার হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল। কিন্তু পথের মধ্যেই হার্ট অ্যাটাক হয়। প্রয়াত হন তিনি। হালিশহর এলাকা থেকে ফিরিয়ে আনা হয় বহরমপুরে গোরাবাজারে শিবতলার বাড়িতে।

আরও পড়ুনঃ Lionel Messi: সচিনের সঙ্গে কথা হবে মেসির? মেসি দর্শনে টিকিটের আকাল বহরমপুরেও

Berhampore Footballer Demise রবিবার গোরাবাজার শ্মশানে তাঁর শেষকৃত্য হবে। অনেক প্রাক্তন খেলোয়াড়, আত্মীয়-স্বজন, এলাকাবাসী শেষ দেখতে বাড়িতে আসেন। রেখে গেলেন স্ত্রী, পুত্র ও পুত্র বধূকে। এক সময় তাঁর সতীর্থ ফুটবলার ও সাংবাদিক সন্তোষ চট্টোপাধ্যায় এদিন তাঁর মৃত্যুর খবর জানিয়ে শোক প্রকাশ করেছেন।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now