Berhampore Flyover : বহরমপুরে উড়ালপুলে গাড়ি চলবে কবে ? রেলগেটের যানজট থেকে মুক্তি চাইছে শহর

Published By: Madhyabanga News | Published On:

মধ্যবঙ্গ নিউজ ডেস্কঃ মেট্রো শহর কলকাতার মতো উড়ালপুলে সেজে উঠবে বহরমপুর । মাটি থেকে অনেক ফুট উপর দিয়ে চলবে গাড়ি । আবার তার নীচে দিয়েও চলবে গাড়ি, হাঁটবেন পথচলতি মানুষ । তার হয়তো আর বেশি দেরি নেই। কাজ শেষের পথে । তবে বাসিন্দারা চাইছেন, দ্রুত চালু হোক। তাহলে কমতে পারে যানজট । বহরমপুর চুঁয়াপুর রেলগেট উড়ালপুল বাইরে থেকে দেখে বোঝার উপায় নেই যে কাজ বাকি রয়েছে । এলাকাবাসী চাইছেন, দ্রুত চালু হোক ওই ওভারব্রিজ । কারন, অফিস টাইমে সকাল ৯ টা থেকে বেলা ১২ টা পর্যন্ত চূয়াপুর রেল গেট থেকে তীব্র যানজট তৈরি হয়। আবার সন্ধ্যাতেও একই সমস্যা।

ওই রাস্তা গিয়ে ৩৪ নম্বর জাতীয় সড়কে মিশেছে। ব্যস্ত রাস্তায় যানজটে দাঁড়িয়ে যায় অ্যাম্বুলান্স, স্কুল গাড়ি সহ ছোটো গাড়ি। বিশেষ করে সামনেই মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতাল থাকায় গাড়িতে রোগীর যাতায়াত বেশি ওই রাস্তায়। বহরমপুরে চুঁয়াপুর রেল গেটের উপর দিয়ে যাওয়া ওই সেতু বিবেকানন্দ স্ট্যাচুর সামনে থেকে শুরু হয়েছে । বহরমপুরে উড়ালপুল নিয়ে আশাবাদী স্থানীয় বাসিন্দারা। তবে তারা চাইছেন, যত দ্রুত চালু হবে ততো মঙ্গল । এই বিষয়ে মঙ্গলবার স্থানীয় এক অটোচালক বলেন, আমরা শুনেছিলাম ১৫ আগস্টের মধ্যে চালু হতে পারে। এখনও পিচ পড়া বাকি রয়েছে । এই উড়া্লপূল হলে আমরা মনে করছি উপর ও নিচে দুদিক দিয়েই গাড়ি চলবে। তা হলে আমাদের অনেক সুবিধ হবে । এক স্থানীয় বাসিন্দা বলেন, কলকাতার মতো উড়ালপুল হবে শুনে আমাদের ভালো লেগেছিল। তাড়াতাড়ি শুরু হলে সুবিধা হবে । তবে এই বিষয়ে উড়ালপুল তৈরির সঙ্গে যুক্ত কর্তৃপক্ষের কারও বক্তব্য এদিন পাওয়া যায়নি।