Berhampore Election বহরমপুরে কেউ বিজেপি হয়নি দাবি অধীরের

Published By: Madhyabanga News | Published On:

Berhampore Election বহরমপুরে কেউ বিজেপি হয়নি, বহরমপুরের মানুষ বিজেপিকে ভোট দিয়েছিলেন তৃণমূলকে হারাতে । বহরমপুরের মানুষ বিজেপিকে সামনে রেখে তৃণমূলকে হারাতে ও শিক্ষা দিতে চেয়েছিল। যদিও তারপরে বহরমপুরে  পৌরসভা ভোটে  লড়াইয়ে ছিল না  বিজেপি। নওদায় এমনই দাবি করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। এদিন নওদায় সভা করেন অধীর। সেখানে তিনি বলেছেন, বিজেপি যদি যেতে তাতে সব থেকে বেশি খুশি হবে বাংলার দিদি ভাই।

শুক্রবার বিকেলে নওদা থানার সাঁকোয়া এলাকায় সভা করেন অধীর চৌধুরী। সভায় উপস্থিত ছিলেন বামফ্রন্ট ও কংগ্রেস নেতা কর্মীরা। এদিন সভায় বহু তৃণমূল কর্মী সমর্থক কংগ্রেসে যোগদান করে বলে দাবি কংগ্রেসের। ভোটের আগে নওদায় দাঁড়িয়ে পুরনো জমি ফিরে পেতে মরিয়া কংগ্রেস।

এদিন বহরমপুরে প্রচারে এসে অবশ্য অধীর চৌধুরীকে নিশানা করেছেন বিজেপি নেতা শমীক ভট্টাচার্য। অধীর চৌধুরী এবার প্রাক্তন হবে। প্রাক্তন সাংসদ হিসেবে ভাষণ দেবেন। বহরমপুরে সাংবাদিক সম্মেলন থেকে এই ভাষাতেই অধীর চৌধুরীকে কটাক্ষ করেছেন  বিজেপি নেতা শমীক ভট্টাচার্য। বহরমপুরের উন্নয়নে অধীর চৌধুরীর ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।