Berhampore Earthquake ভূমিকম্পে কেঁপে উঠল বহরমপুর । শুক্রবার সকাল ১০ টা ১০ নাগাদ ভূমিকম্পে কেঁপে উঠল বহরমপুর শহরও।
স্থানীয় বাসিন্দারা জানান, প্রথমে অনেকেই বুঝতে পারেননি কী হচ্ছে। তবে কয়েক সেকেন্ডের কম্পনের পর বাড়ি–ঘর, জানলা–দরজার কাঁপুনি টের পেয়ে অনেকেই রাস্তায় বেরিয়ে আসেন।
এখনও পর্যন্ত কোনও বড় ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। প্রশাসন সূত্রে জানানো হয়েছে, পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে। ভূমিকম্পের উৎসস্থল ও মাত্রা সম্পর্কে অফিসিয়াল রিপোর্টের অপেক্ষা চলছে।
Berhampore Earthquake ভূমিকম্পের উৎস কোথায় ?
আমেরিকার জিওলজিক্যাল সার্ভে অনুযায়ী , রিখটার স্কেলে এদিনের কম্পনের মাত্রা ছিল ৫.৫। অন্যদিকে ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৭। ভূমিকম্পের উৎসস্থল ছিল বাংলাদেশের নরসিংদী থেকে ১৪ কিলোমিটার পশ্চিম-দক্ষিণ-পশ্চিমে মাটি থেকে ১০ কিলোমিটার গভীরে ।















