এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

Berhampore E-Rickshaw বহরমপুরে আবারও বিক্ষোভ টোটো চালকদের

Published on: August 13, 2024
Berhampore E-Rickshaw বহরমপুরে আবারও বিক্ষোভ টোটো চালকদের

Berhampore E-Rickshaw মুর্শিদাবাদের শুরু হয়েছে টোটো, ই রিক্সার রেজিস্ট্রেশন । রেজিস্ট্রেশন হবে শুধুমাত্র পরিবহণ দপ্তরের অথরাজিইড কোম্পানি, বিক্রেতাদের কাছ থেকে কেনা টোটোই। এই সিদ্ধান্তের প্রতিবাদে আবারও পথে নেমে বিক্ষোভ টোটোচালকদের। মঙ্গলবার বহরমপুর শহর জুড়ে মিছিল করল টোটো চালকেরা। মিছিল শেষে আরটিওকে স্মারকলিপিও দেওয়া হল। আরটিও অফিসের সামনে রাস্তায় বসে বিক্ষোভ দেখালেন টোটো চালকেরা।

রেজিট্রেশনের নামে টোটো বন্ধ করা যাবে না বলে সাফ জানান আন্দোলনকারীরা। আগে সরকারিভাবে জানানো হয়েছিল ১৫ই আগস্টের মধ্যে রেজিস্ট্রেশন করিয়ে নিতে হবে। সরকার স্বীকৃত টোটোরই হবে রেজিস্ট্রেশন । তবে সরকারী রেজিস্ট্রেশনের সময় কিছুটা বাড়ান হলেও রেজিস্ট্রেশনের বাকি নির্দেশিকা একই রয়েছে। টোটো চালক ও সংগঠনের পক্ষ থেকে এই সিদ্ধান্তের বিরুদ্ধে বৃহত্তর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দেওয়া হয় এদিন।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now