Berhampore Durhapuja: অভ্যুদয়ের পুজোর থিম বঙ্গ সাহিত্য, প্রতিমায় কী চমক ?

Published By: Madhyabanga News | Published On:

মধ্যবঙ্গ নিউজ ডেস্কঃ ‘বঙ্গ সাহিত্য’ থিমের ছোঁয়া এবার বহরমপুরের অভ্যুদয় সংঘের পুজোয় । দুর্গা পুজোয় হাতে আর ২ মাসেরও কম সময় রয়েছে। ইতিমধ্যেই জোরদার প্রস্তুতি শুরু হয়েছে বিভিন্ন জায়গায়। বহরমপুরের পুজো কমিটিগুলিও শুরু করে দিয়েছে পুজোর প্রস্তুতি। রাখি উৎসবের দিনে খুঁটি পুজোর মধ্যে দিয়ে এবারের দুর্গা পুজোর প্রস্তুতি শুরু করে দিল বহরমপুরের অভ্যুদয় সংঘ। বৃহস্পতিবার পুরোহিত ও ঢাকের বাজানায় খুঁটি পুজোয় সামিল হলেন ক্লাবের সদস্যরা। ৭২ তম বর্ষে অভ্যুদয় সংঘের এবারের ভাবনা “বঙ্গ সাহিত্য”। প্রতিমায় থাকছে অভিনবত্ব। রুল পেনসিল সহ পড়াশোনার বিভিন্ন সামগ্রী দিয়ে তৈরি হবে প্রতিমা । প্রতিমার পাশাপাশি প্যান্ডেলেও থাকবে চমক। বাংলা ভাষাকে বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিতে এই উদ্যোগ বলে জানান অভ্যুদয় সংঘের সদস্যরা।