Berhampore Durgapujo: বহরমপুরে পুজোয় ২৫ হাজার দেবে পৌরসভা

Published By: Madhyabanga News | Published On:

মধ্যবঙ্গ নিউজ ডেস্কঃ আসছে শারদোৎসব। পুজোর প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে পাড়ায় পাড়ায়। এর মধ্যেই বহরমপুর শহরের পুজো কমিটগুলোকে আর্থিক সাহায্য করা হবে জানালেন বহরমপুর পৌরসভার চেয়ারম্যান নাড়ুগোপাল মুখোপাধ্যায়। বহরমপুর পৌরসভার চেয়ারম্যান নাড়ুগোপাল মুখোপাধ্যায় জানান , “ বহরমপুরে প্রায় ৫০০ থেকে ৫৫০ পুজো হয়। সমস্ত পুজোকে সরকার থেকে পঞ্চাশ হাজার টাকা করে সাপোর্ট দেওয়া হয়। এর বাইরেও বহরমপুর পৌরসভা প্রত্যকে পুজো কমিটিকে পঁচিশ হাজার টাকা করে দেবে” ।
নাড়ুগোপাল মুখোপাধ্যায় বলেন, “ পুজোয় সমস্ত মানুষ এক হয়ে আনন্দ করেন। আমরা চাইছি, পুজো যাতে আরো সুন্দর ভাবে হয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের আদর্শকে অনুসরণ করেই এই অনুদান দেওয়া হবে। আমাদের অনেক আর্থিক অসঙ্গতি, প্রতিকূলতা থাকলেও আমরা এই কাজ করবো”। দুর্গাপুজো ইউনেসকোর স্বীকৃতি পেয়েছে। সেই উপলক্ষ্যেই এই উদ্যোগ বলে জানান নাড়ুগোপাল মুখোপাধ্যায়।