Berhampore Durga Puja 2025 মুর্শিদাবাদ জেলার সদর শহর বহরমপুরে এবছরের দুর্গাপুজোয় দেখা মিলল এক অভিনব চমকের। খাগড়া শ্মশান ঘাট দুর্গাপুজো কমিটির ৬০ তম বর্ষপূর্তির পুজোয় দেবী প্রতিমায় সাবেকিয়ানার আবহ বজায় থাকলেও নজর কাড়ল অসুরের মুখ। কারণ, দেবীর পায়ে পদদলিত অসুরের মুখে অবিকল মিল খুঁজে পাওয়া গেল আমেরিকার প্রেসিডেন্ট American President ডোনাল্ড ট্রাম্পের Donald Trump সঙ্গে!
Berhampore Durga Puja 2025 শুল্ক যুদ্ধ থেকে অনুপ্রেরণা!
Berhampore Durga Puja 2025 পুজো কমিটির সম্পাদক রাজু ঠাকুর জানান, এবারের মূল থিম সাবেকিয়ানা হলেও মাতৃ প্রতিমায় বিশেষত্ব আনার চেষ্টা করা হয়েছে। অসুরকে সাধারণ রূপে না দেখিয়ে তাঁর মুখ গড়ে তোলা হয়েছে ডোনাল্ড ট্রাম্পের আদলে। সম্পাদক স্পষ্টই জানান, এই ভাবনার পিছনে রয়েছে সাম্প্রতিক ভারত-আমেরিকা বাণিজ্য সংঘাত। ট্রাম্প প্রশাসন ভারতের উপর একের পর এক শুল্ক চাপিয়ে দিচ্ছিল, সেই কারণেই তাঁকে অসুরের সঙ্গে তুলনা করা হয়েছে। রাজু ঠাকুরের কথায়, “অসুর দেখলেই বোঝা যাবে তার মধ্যে আলাদা কিছু আছে। আমরা চেয়েছি শুল্ক যুদ্ধের প্রতিফলন ঘটাতে। তাই অসুরকে ট্রাম্পের মতো করে গড়ে তোলা হয়েছে।”
Berhampore Durga Puja 2025 দর্শকদের উচ্ছ্বাস ও কৌতূহল
Berhampore Durga Puja 2025 পুজো উদ্বোধন হতেই বহরমপুর শহরে শুরু হয়েছে দর্শকদের মধ্যে আলোড়ন। প্রতিমা দর্শনে যাঁরা উপস্থিত হয়েছেন, তাঁদের অনেকেই বিস্মিত। অনেকেই বলছেন, আন্তর্জাতিক রাজনীতিকে স্থানীয় সাংস্কৃতিক পরিসরে টেনে আনার এই উদ্যোগ বেশ সাহসী ও অভিনব।

Berhampore Durga Puja 2025 সাবেকিয়ানায় নতুনত্বের ছোঁয়া
Berhampore Durga Puja 2025 এই পুজো মুর্শিদাবাদ জেলায় প্রাচীন ও ঐতিহ্যবাহী পুজো হিসেবে পরিচিত। ষাট বছর ধরে খাগড়া শ্মশান ঘাট দুর্গাপুজো কমিটি তাদের নিজস্ব গাম্ভীর্য ও শৃঙ্খলার মধ্য দিয়ে দেবীপূজা করে আসছে। এবছরও সেই ধারা অক্ষুণ্ণ রেখেই প্রতিমায় আনা হয়েছে নতুনত্বের ছোঁয়া। পুজোর মণ্ডপে প্রবেশ করলেই দর্শনার্থীরা দেখতে পাচ্ছেন, দেবী দুর্গা মহিষাসুরকে বধ করছেন, আর সেই অসুরের চেহারা যেন ট্রাম্পের প্রতিচ্ছবি।
Berhampore Durga Puja 2025 পুজোকে ঘিরে বাড়ছে আগ্রহ
Berhampore Durga Puja 2025 ইতিমধ্যেই বহরমপুরের এই পুজোর ‘অসুর’ ভাইরাল। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে অসুরের মুখের ছবি। ট্রাম্পের সাদৃশ্য নিয়ে চলছে তুমুল আলোচনা। উল্লেখ্য, গত বছরও বহরমপুরের প্রাচীন ও ইতিহ্যমণ্ডিত স্বর্গধামের পুজো আলোড়ন ফেলেছিল। আর জি কর কাণ্ডের আবহে গতবারেও অসুরের মুখের সাথে দর্শকরা মিল খুঁজে পেয়েছিলেন সন্দীপ ঘোষের। যা নিয়েও চর্চা হয়েছিল। আর এবছরও চর্চায় ‘অসুর’।