Berhampore Deputation: বহরমপুরে ষ্টেশন একাধিক দাবিতে ডেপুটেশন UTUC-র

Published By: Madhyabanga News | Published On:

Berhampore Deputation ২ নম্বর প্ল্যাটফর্মে মাথার উপরে সেড নির্মান সহ বহরমপুর কোর্ট ষ্টেশনে যাত্রীদের সুবিধার্থে একাধিক দাবিতে ষ্টেশন ম্যানেজারকে স্মারকলিপি প্রদান ইউনাইটেড ট্রেডস ইউনিয়ন কংগ্রেসের। বহরমপুর কোর্ট ষ্টেশনে চলছে অমৃত ভারত প্রকল্পের কাজ। এই ষ্টেশন প্রতিদিন হাজার হাজার মানুষ জেলার বিভিন্ন প্রান্ত থেকে কলকাতা যাওয়ায় ট্রেন ধরেন। তবে ২ নম্বর প্ল্যাটফর্মে সব জায়গায় নেই যাত্রীদের বসার জন্য সেড।

এতে সমস্যায় পড়তে হয় যাত্রীদের। এছাড়াও এই প্ল্যাটফর্মে টিকিট কাউন্টার না থাকায় সমস্যায় পড়তে হয়। ২ নম্বর প্ল্যাটফর্মে টিকিট কাউন্টার খোলার দাবি সহ বিভিন্ন দাবিতে শুক্রবার সংগঠনের পক্ষ থেকে ষ্টেশন ম্যানেজারকে স্মারকলিপি প্রদান করা হয়।

UTUC-এর জেলা সাধারণ সম্পাদক মোহন পাল তিনি জানান, “দীর্ঘদিন ধরে ট্রেন চলছে। কিন্তু যাত্রীদের এখানে ভোগান্তির কোন শেষ নাই। দু’নম্বর প্ল্যাটফর্মে কোন রকমের ছাদ নেই। মানুষ এসে রৌদ্রে দাঁড়ায়। বৃষ্টির দিনে ভিজে যায়। এছাড়াও আরও অন্যান্য সমস্যার সম্মুখীন হচ্ছেন। সেই জন্য আমারা আজ ডেপুটেশান দিলাম”।