Berhampore Cricket tournament ডিসেম্বরের শীতে বহরমপুরে এফইউসি মাঠে ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন। অল বেঙ্গল অনূর্ধ্ব-১৮ টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট চলছে শহর বহরমপুরে। এক স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে গত বছর থেকে শুরু হয়েছে তিমির বরন ঘোষ চ্যাম্পিয়ন ও গায়েত্রীদেবী আগরওয়াল রার্নাস ট্রফি ক্রিকেট টুর্নামেন্ট।
Berhampore Cricket tournament কবে থেকে শুরু হয়েছে খেলা?
Berhampore Cricket tournament এবার ১২ ই ডিসেম্বর থেকে বহরমপুর এফইউসি ময়দানে শুরু হয়েছে ক্রিকেট টুর্নামেন্ট। অংশ নিয়েছে ১২ টি দল। প্রতিদিনই চলছে দুটি করে ম্যাচ। মঙ্গলবার সকালে প্রথম খেলায় হুগলীকে হারিয়ে জয়ী হয় উত্তর ২৪ পরগণার দল। আয়োজক সংস্থার সদস্য হিমাদ্রি সরকার বলেন, ” দ্বিতীয় বর্ষে এই টুর্নামেন্ট। সিএবি-র প্রাক্তন সহ সভাপতি স্বর্গীয় তিমির বরণ ঘোষ এবং স্বর্গীয় গায়েত্রি দেবী আগরওয়ালের স্মরণে প্রতিভাবান খেলোয়াড়দের উৎসাহ যোগাতেই এই আয়োজন।”
Berhampore Cricket tournament কোন কোন জেলা অংশ নিয়েছে এই টুর্নামেন্টে?
Berhampore Cricket tournament বহরমপুর এফ ইউ সি, ওয়াই এম এ, লালগোলা, ভগবানগোলা- মুর্শিদাবাদ জেলার ৪ টি দলের সাথেই জলপাইগুড়ি, মালদা, হুগলী, কলকাতা, নদীয়া, উত্তর ২৪ পরগনা সহ মোট ৮ টি দল খেলায় অংশগ্রহন করেছে। আগামী রবিবার অর্থাৎ ২২ শে ডিসেম্বর হবে ফাইনাল খেলা। খেলা দেখতে মাঠে ভিড় জমাচ্ছেন ক্রিকেট প্রেমীরা। মঙ্গলবারের দ্বিতীয় ম্যাচ হয় উত্তর ২৪ পরগণার সাথে বহরমপুর এফইউসি ক্লাবের।