এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

Berhampore Court Health Unit বহরমপুর স্টেশনে স্বাস্থ্য কেন্দ্র! মিলবে জরুরি ওষুধ থেকে টেলি কনফারেন্সিং পরিষেবা

Published on: February 12, 2025
Berhampore Court Health Unit

Berhampore Court Health Unit  শিয়ালদহ- লালগোলা শাখায় রাণাঘাটের পরে সেই কৃষ্ণপুর। মাঝে ছিল না কোন স্বাস্থ্য কেন্দ্র। প্রায় ১০০ কিমি পথে স্বাস্থ্য পরিষেবা পেতেন না রেল কর্মীরা। অবশেষে সেই সমস্যার সমাধান হল। পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশনের কৃষ্ণনগর – লালগোলা স্টেশনের মাঝেই বহরমপুর কোর্ট রেলওয়ে স্টেশনে গড়ে উঠল স্বাস্থ্য কেন্দ্র। বহরমপুর কোর্ট রেলওয়ে স্টেশনের এক পাশে তৈরি হয়েছে বিল্ডিং। বুধবার আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন হল বহরমপুর কোর্ট স্বাস্থ্য কেন্দ্রের। উদ্বোধন করলেন পূর্ব রেলের প্রিন্সিপ্যাল চিফ মেডিক্যাল ডিরেক্টর ডঃ অনিরুদ্ধ কীর্তনিয়া। উপস্থিত ছিলেন শিয়ালদাহ ডিভিশানাল রেলওয়ে ম্যানেজার দীপক নিগম, চিফ মেডিক্যাল সুপারিন্টেনডেন্ট ডঃ কল্পনা মণ্ডল। রেল কর্মী এবং তাঁদের পরিবার পরিজনেরা স্বাস্থ্য পরিষেবা পাবেন এই স্বাস্থ্য কেন্দ্র থেকে।

Berhampore Court Health Unit  রেলওয়ে আধিকারিক জানান-

Berhampore Court Health Unit  স্বাস্থ্য কেন্দ্রের স্বাস্থ্য পরিষেবা নিয়ে শিয়ালদাহ ডিভিশানাল রেলওয়ে ম্যানেজার দীপক নিগম বলেন, ‘ এই স্বাস্থ্য কেন্দ্র আগে কৃষ্ণপুরে ছিল। একেবারে শেষ প্রান্তে ছিল। মানুষের অনেক সমস্যা হত। জায়গাটিও ছোট ছিল। শহরের প্রাণকেন্দ্র বহরমপুর কোর্ট রেলওয়ে স্টেশনে হেলথ ইউনিট হল। বড় জায়গা, একাধিক ঘর, চিকিৎসক, ফার্মাসিস্টদের বসার জায়গা, ষ্টোর রয়েছে। যার ফলে কর্মী এবং তাঁদের পরিবারের অনেক সুবিধা হবে। টেলি কনফারেন্সের সুবিধাও থাকবে। বিশেষজ্ঞের পরামর্শ নিতে চাইলে এখানে বসেই বি আর সিং হসপিটালের চিকিৎসকের সাথে আলোচনার সুযোগ পাওয়া যাবে।’

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now