এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

Berhampore Congress আরজিকর থেকে জমি দুর্নীতি! একাধিক ইস্যুতে বহরমপুরে মিছিল কংগ্রেসের

Published on: December 18, 2024

Berhampore Congress বুধবার দুপুরে বহরমপুর ব্লক ও শহর কংগ্রেসের Indian National Congress মিছিল বহরমপুর শহরে। মিছিলের নেতৃত্ব দিলেন প্রাক্তন বিধায়ক মনোজ চক্রবর্তী, মুর্শিদাবাদ জেলা কংগ্রেস মুখপাত্র জয়ন্ত দাস, কংগ্রেস নেতা মাহফুজ আলম ডালিম প্রমুখ। মিছিল থেকে অভয়ার ন্যায় বিচারের দাবীতে সোচ্চার হন কংগ্রেস নেতৃত্ব। সম্প্রতি সিবিআই চার্জশিট দিতে না পাড়ায় আরজিকর কাণ্ডে জামিন পেয়েছেন সন্দীপ ঘোষ ও অভিজিৎ মণ্ডল। এরই প্রতিবাদ জানাতে বুধবার দুপুরে শহরের বিভিন্ন এলাকা পরিক্রমা করে কংগ্রেসের Congress মিছিল। এদিন বিএলআরও অফিসেও ব্লক কংগ্রেসের পক্ষ থেকে দেওয়া হয় ডেপুটেশন

Berhampore Congress প্রতিবাদ কর্মসূচী নিয়ে কী জানালেন কংগ্রেস নেতা?

জেলা কংগ্রেস মুখপাত্র District Congress spokesperson জয়ন্ত দাস বলেন, ” সিবিআই বা রাজ্য সরকার ঠিকমতো চার্জশিট না দেওয়ায় জামিনে খালাস অভিযুক্তরা। মানুষের দাবিকে যদি মর্যাদা না দের সরকার তাহলে সেই সরকারের আসনে থাকা ঠিক না। এর সাথেই বিএলআরও অফিস একটা ঘুঘুর বাসায় রূপান্তরিত হয়েছে। যেখান জমির ক্যারেক্টার চেঞ্জ হয়ে যাচ্ছে। কোটি কোটি টাকার দুর্নীতি হচ্ছে। যার প্রতিবাদে এই মিছিল”

 

 

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now