Berhampore Congress ২০২৬ এ বিধানসভা ভোট। তার আগে ঘরের ছেলে ফিরলেন ঘরে! এমনটাই দাবী করছে কংগ্রেস। তৃণমূলে চলে যাওয়া প্রাক্তন টাউন সভাপতি ফিরলেন কংগ্রেসে! কংগ্রেস ফিরলেন বহরমপুরের প্রাক্তন টাউন কংগ্রেস সভাপতি কার্তিক সাহা। ২০২১ সালে কার্তিক সাহা টাউন কংগ্রেস সভাপতি থাকাকালীন তৃণমূলে যোগ দিয়েছিলেন। এরপর থেকেই সক্রিয়ভাবে তৃণমূলে যুক্ত ছিলেন তিনি। তবে বুধবার বহরমপুরে জেলা কংগ্রেস কার্যালয়ে বহরমপুরের প্রাক্তন সাংসদ অধীর রঞ্জন চৌধুরীর হাত ধরে আবারও পুরনো দলে ফিরলেন কার্তিক সাহা। এই যোগদানে উচ্ছ্বসিত কংগ্রেস নেতৃত্ব। অধীর রঞ্জন চৌধুরী বলেন, ‘টাউন কংগ্রেসের প্রাক্তন সভাপতি ছিলেন, তিনি দল ছেড়ে দূরে চলে গেছিলেন কিছুদিনের জন্য। তাঁর ফিরে আসা অত্যন্ত আনন্দের।’
Berhampore Congress কংগ্রেসের দলীয় পতাকা ধরলেন কার্তিক সাহা। কেন দলবদল? যে প্রশ্নের উত্তরে কার্তিক সাহা বলেন, ‘ তৃণমূলে সংগঠকের ভূমিকা নেই, কালেক্টরের ভূমিকা আছে। তাই পুরনো দলে যোগদান। এটা প্রতীকি যোগদান হল আগামি দিনে তৃণমূল ভাঙবে। আসতে আসতে সবাই ফিরবে। ‘
Berhampore Congress যদিও কংগ্রেসের এই যোগদানকে আমল দিতে নারাজ তৃণমূল কংগ্রেস।