এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

Berhampore Congress কেজরীওয়ালের কর্মীরা অধীরের হাতে

Published on: October 27, 2025
Berhampore Congress

Berhampore Congress অধীরের হাত ধরলেন কেজরীর কর্মীরা .   কয়েক মাস পরেই রাজ্যে বিধানসভা ভোট। ইতিমধ্যেই যার প্রস্তুতি দেখা দিতে শুরু করেছে বিভিন্ন রাজনৈতিক দলের অন্দরে। যুবকদের দলে টেনে দলের শক্তি বৃদ্ধির দিকেই কি হাঁটছে কংগ্রেস? প্রশ্ন উঠছে বহরমপুরের প্রাক্তন সাংসদ অধীর চৌধুরীর বক্তব্য ঘিরে।

আরও পড়ুনঃ Adhir Chowdhury Bihar: পাটনায় প্রেসমিট করে সরকার বদলের ডাক অধীরের

২৭ অক্টোবর, সোমবার, বহরমপুরে মুর্শিদাবাদ জেলা কংগ্রেস কার্যালয় চত্বরে আনুষ্ঠানিক ভাবে কংগ্রেসের যোগদান শিবির হল। যেখানে কংগ্রেসের দাবি, মুর্শিদাবাদের আম আদমি পার্টির নেতা, কর্মীরা যোগ দিলেন কংগ্রেসে। অধীর চৌধুরীর হাত ধরে কংগ্রেসের পতাকা ধরলেন  আম আদমি পার্টির AAP প্রাক্তন জেলা সভাপতি ও মুখপাত্র সোহেল রানা আলম সহ বহু আপ নেতা, কর্মীরা। দু বছর ধরে আম আদমি পার্টিতে থাকার পর হঠাৎ কেন অধীরের দলে?

Berhampore Congress  AAP থেকে কংগ্রেসে যোগদান কেন?

Berhampore Congress  কংগ্রেসে যোগদানকারী আম আদমি পার্টির প্রাক্তন জেলা সভাপতি ও মুখপাত্র সোহেল রানা আলম বলেন, ”  ২ বছর ধরে আম আদমি পার্টির মুর্শিদাবাদে সদস্য ছিলাম। যখনই রুলিং পার্টির দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করতে গেছি প্রত্যেকবার পার্টি থেকে বাধা দেওয়া হয়েছে। তাই মুর্শিদাবাদের ব্র্যান্ড অধীর চৌধুরীর হাত ধরে আমরা কংগ্রেসে যুক্ত হলাম। স্বচ্ছ রাজনীতি, উন্নত মুর্শিদাবাদ গড়ার লক্ষ্য নিয়ে যোগ দিয়েছিলাম, এখানেও সেই একই  লক্ষ্য নিয়ে এগিয়ে যাব।”

Berhampore Congress  ‘ কংগ্রেস দলে এই মুহূর্তে কালো চুলের মাথার খুব দরকার’ – অধীর চৌধুরী

Berhampore Congress  অধীর চৌধুরী Adhir Chowdhury বলেন, “তরতাজা যুবকদের কংগ্রেসে যোগদান করতে দেখে খুবই ভালো লাগছে। কংগ্রেস দলে এই মুহূর্তে কালো চুলের মাথার খুব দরকার। আমার চুল সাদা হচ্ছে আমিও সরে যাব। কিন্তু কালো চুলকে জায়গা দিতে চাই।” এরপরেই অধীর যোগদানকারীদের উদ্দ্যেশ্যে বলেন, ” আপনারা বসে না থেকে, কংগ্রেস দলের ব্লক সভাপতি কবে বলবে না বলবে না দেখে আপনারা আপনাদের মতো করে যে উদ্দ্যেশ্য নিয়ে ‘ আপ’ করতে গেছিলেন সেই উদ্দ্যেশ্যটা বলুন আপের নাম না করে। এই প্রচেষ্টার মধ্য দিয়ে আগামী দিনে কংগ্রেস নিশ্চয়ই শক্তিশালী হবে।  সংখ্যাটা বড় কথা নয়! আপনাদের নৈতিকতা আমার কাছে অনেক বড় পুঁজি।  ”

Berhampore Congress  মুর্শিদাবাদে ঘুরে দাঁড়াবে কংগ্রেস!

Berhampore Congress  বিধানসভা ভোটের আগে নতুন মুখেই কি ভরসা অধীর চৌধুরী ও তাঁর দলের? ব্যর্থতা থেকেই কি ঘুরে দাঁড়ানোর নয়া কৌশলে  সাংগঠনিকভাবে শক্তিবৃদ্ধির মরিয়া প্রয়াস! জল্পনা বাড়ছে রাজনৈতিক মহলে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now