Berhampore College বহরমপুর কলেজের হোস্টেলে সাসপেন্ড ৫

Published By: Imagine Desk | Published On:

Berhampore College র‍্যাগিং এর অভিযোগে বহরমপুর কলেজের হোস্টেল থেকে সাসপেন্ড ৫ ছাত্র। কলেজের অ্যান্টি র‍্যাগিং কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন কলেজের ভারপ্রাক্ত অধ্যক্ষ ডঃ শান্তনু ভাদুড়ী Dr. Santanu Bhaduri । জানা গিয়েছে ইউজিসির অ্যান্টি র‍্যাগিং সেলে বহরমপুর কলেজের হোস্টেল থেকে কিছু ছাত্র র‍্যাগিং এর অভিযোগ করেন। শনিবার এনিয়ে কলেজের অ্যান্টি র‍্যাগিং কমিটির বৈঠক হয়। সেখানেই হোস্টেলের ৫ ছাত্রকে হোস্টেল থেকে সাসপেন্ড করা হয়। তবে ঐ ছাত্ররা কলেজে পড়াশোনা করতে পারবে।