মধ্যবঙ্গ নিউজ ডেস্কঃ কখনও এগোচ্ছে নৌকা, আবার কখনো সৈনিক। কখনো টপকে যাচ্ছে সাদাকালো ছক। চেকমেটের চিন্তার ভাঁজ কপালে। ছোট বড় সকলকে নিয়ে একসাথে দাবার আসর বসল বহরমপুরে । জেলা দাবা সংস্থার সহযোগিতায় বহরমপুর কিডস চেস একাডেমী এই প্রতিযোগিতার আয়োজন করে। স্বাধীনতা দিবস উপলক্ষে রবিবার বহরমপুর আইসিআই স্কুলে এই প্রতিযোগিরার আয়োজন করা হয়। এদিন ৯২ জন প্রতিযোগীর মধ্যে অধিকাংশই ছিল শিশু।
জেলা দাবা সংস্থার সভাপতি রতন ঘোষ জানান, শিশুদের মধ্যে দাবা খেলার আগ্রহ বাড়াতে এবং শিশুদের মানসিক বিকাশের লক্ষ্যেই এই আয়োজন । এই দাবা প্রতিযোগিতা ঘিরে প্রতিযোগীদের মধ্যে উৎসাহ ছিল চোখে পড়ার মতো।