Berhampore Case সিরিয়ালকেও হার মানিয়ে দিলেন বহরমপুরের এক গৃহবধূ। চুরির গল্প ফেঁদে নিজেই সোনার গহনা আত্মসাৎ করার চেষ্টা করলেন। তারপর দারস্থ হলেন থানার। তদন্তে নেমে অভিযোগকারীনি মহিলার বাড়ি থেকেো কোটি টাকার উপর দামের সোনার গহনা উদ্ধার করে পুলিশ । পুলিশ সূত্রে জানা গিয়েছে গত ৩রা অক্টোবর গোরাবাজারের এক মহিলা বহরমপুর থানায় সোনার গহনা চুরির অভিযোগ দায়ের করেন।
Berhampore Case তদন্তে নেমে পুলিশ অভিযোগকারী মহিলার বাড়ি থেকে উদ্ধার করে ৯৬০ গ্রাম সোনা। যার বাজার মূল্য প্রায় ১ কোটি ১০ লক্ষ টাকা বলে পুলিশ সূত্রে খবর।
Berhampore Case রবিবার বহরমপুর থানায় সাংবাদিক বৈঠকে ডিএসপি ডিএনটি সুশান্ত রাজবংশী Shri Susanta Rajbanshi বলেন, “গত ৩রা অক্টোবর গোরাবাজারের বাসিন্দা গায়েত্রী বোস বহরমপুর থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগে তিনি লেখেন গোরাবাজারে লকার থেকে সোনার গহনা নিয়ে টোটোয় ফিরছিলেন। তার সাথে টোটোয় ছিলেন আরও দুই যাত্রী। কোর্ট চত্বরের কাছে দুই যাত্রী এবং টোটো চালক নেশা জাতিয় কিছু ছিটিয়ে দিয়ে সোনার গহনা নিয়ে চম্পট দেয়। এফআইআর দায়ের করে সিসিটিভি দেখে তদন্ত করে ঘটনার সাথে কোন সাদৃশ্য খুঁজে পাওয়া যায়নি। টোটো চালককে জিজ্ঞাসাবাদ করে জানতে পারি এই ধরনের কোন ঘটনা ঘটেনি। অভিযোগকারীকে থানায় ডাকা হলে তিনি প্রথমে আসেননি। পরে তিনি থানায় আসলে জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন পুরো গহনা যার বাজার মুল্য এক কোটি টাকার উপর সবটাই তার মায়ের গহনা। তার ভাইদের ভাগ যাতে দিতে না হয় তাই পুলিশের কাছে ছিনতাই এর গল্প তৈরি করেছিলেন। এই ঘটনায় সমস্ত গহনা উদ্ধার করা হয়েছে”।