Berhampore Campaign কড়া প্রশাসন! বহরমপুরে চলল ‘ফুটপাত’ দখলমুক্ত অভিযান

Published By: Imagine Desk | Published On:

Berhampore Campaign সকাল গড়িয়ে বেলা হতেই লাঠি হাতে বহরমপুরের রাস্তায় নামলেন একদল পুলিশ। সাথে হাজির প্রশাসনিক কর্তাও। শহরের জনবহুল এলাকা রানীবাগান থেকে কাদাই- একের পর এক জায়গায় চলল ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান।

Berhampore Campaign বছরের শুরুতেই ফুটপাত দখলমুক্ত করতে অভিযানে কার্যত অস্বস্তি পড়েন ব্যবসায়ী থেকে পথচলতিরা। তড়িঘড়ি অনেকেই ফুটপাত থেকে সরঞ্জাম সরিয়ে নেন। বহরমপুর বাসস্ট্যান্ড থেকে শুরু হয় প্রশাসনের নজরদারি। ফুটপাত দখলমুক্ত করতে অভিযান চলে কয়েক ঘণ্টা। দেখা যায় অধিকাংশ দোকানের সামনেই রাস্তায় সামগ্রী রাখা। পুলিশি পদক্ষেপে সেই সমস্ত জিনিসপত্র সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়। ফুটপাথে রাখা বাইকও সরিয়ে দেয় পুলিশ। করা হয় ফাইনও।

Berhampore Campaign কেন এই অভিযান?

Berhampore Campaign প্রশাসন সূত্রে জানা যায়, মাঝেমধ্যেই ফুটপাত দখলমুক্ত করা হলেও পরবর্তীতে প্রশাসনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে ফের ব্যবসা শুরু করে ব্যবসায়ীরা। গজিয়ে উঠছে অস্থায়ী দোকানপাট। রাস্তা সঙ্কীর্ণ হচ্ছে। এরফলে ব্যাপক যানজটের সৃষ্টি হয় রাস্তায়। যানজট মুক্ত করতে হিমসিম খেতে হয় পুলিশ প্রশাসনকে। এদিন ফের একবার অভিযান হয়। ফুটপাতের পাশে গাড়ি, বাইক সরিয়ে নিদির্ষ্ট জায়গায় রাখার নির্দেশ দেন পুলিশ, প্রশাসনিক কর্তারা। ফুটপাতে থাকা দোকান ভেঙে দেওয়া হয়। এদিন বহরমপুরের এসডিও শুভঙ্কর রায়ের উপস্থিতিতে চলে অভিযান।

Berhampore Campaign  কী বললেন SDO?

বহরমপুর সদর মহকুমা শাসক শুভঙ্কর রায় জানান, ”   প্রাঙ্গণ মার্কেট  সহ কে এন রোড, কাদাই একাধিক জনবহুল এলাকায় এডিশানাল এস পি ও তাঁর টিমের সাথে অভিযান হয়। তিনটি স্কুল পরিদর্শন করা হয়, ম্যানেজমেন্টের সাথে কথা বলা হয়। রাস্তায় যানজট কমাতে স্কুল শুরু এবং ছুটির সময় যানবাহন যাতে স্কুলের ভেতরে ঢুকে অন্য গেট দিয়ে বেরোয়- সেই কথাও হয়।  একদিকে পৌরসভার তরফে সচেতনতা অভিযান চলছে অন্যদিকে প্রশাসনের তরফেও পথে নেমে অভিযান চলছে”।