Berhampore Burglary দিনে দুপুরে ভয়ঙ্কর চুরির ঘটনা বহরমপুর শহরের খাটিকতলায়। চুরির পরে আগুনও ধরিয়ে দেওয়ার অভিযোগ। পরিবারের দাবি খোওয়া গিয়েছে কয়েক লক্ষ টাকার সোনার গয়না। দুপুর সাড়ে তিনটে নাগাদ এই ঘটনা ঘটে। অ্যাসিড দিয়ে পুড়িয়ে দেওয়া হয় তালা। তারপর আলমারি খুলে চলে লুট। চুরির পর আলমারিতে আগুন ধরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ।
Berhampore Burglary ঠিক কী ঘটেছিল এদিন ?
বহরমপুরের খাটিকতলার বাসিন্দা পার্থ বিশ্বাস জানান, তিন তলা বাড়ির তিন তলা এবং দোতলায় আলমারি ভেঙে চুরি হয়। নীচের তলার ঘরে ছিলেন তিনি। ফাঁকা ছিল বাড়ির দোতলা এবং তিন তলা। তিন তলায় থাকেন পার্থ বিশ্বাসের মা, দোতলায় থাকেন ভাই। তাঁরা কেউ এদিন দুপুরে ছিলেন না।
চুরির পর ধরিয়ে দেওয়া হয় আগুন। বহরমপুর থানার পুলিশ ও দমকল এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। স্থানীয় বাসিন্দা, পার্থ বিশ্বাসের জামাইবাবু অগ্নিভ মণ্ডল জানান, বেলা চারটের দিকে পাড়ার মানুষ জানান বাড়ি থেকে ধোঁয়া বেরোচ্ছে। তারাতারি নেমে এসে দোতলা, তিনতলায় উঠে দেখা যায় এই কান্ড ঘটেছে। অ্যাসিড দিয়ে সিঁড়ির তালা ভাঙা হয়েছে। তাঁর সন্দেহ, একাধিক ব্যক্তি এই ঘটনার সঙ্গে জড়িত। পরিবারের দাবি, পাড়ায় রয়েছে সিসিটিভি ক্যামেরা। সেই ফুটেজ দেখে অপরাধীদের গ্রেফতার করা হোক।