Berhampore Boimela ”শিশুদের হাতে মোবাইল নয়, বই তুলে দিন”
Berhampore Boimela বহরমপুর (Berhampore) এখন শিশুদের বইয়ের দেশ। Berhampore Shishu Boimela কৃষ্ণনাথ কলেজ স্কুলে বৃহস্পতিবার শুরু হল শিশু বইমেলা (Book Fair)। এবার ৩৩ বছরে। আগামী ২৩ ডিসেম্বর পর্যন্ত চলবে এই মেলা। দুপুর ২ টো থেকে রাত ৮ টা পর্যন্ত। একে ভারতের প্রথম শিশু বইমেলা বলা হয়। সূর্যসেনা পরিবার এর আয়োজন করেছে। বইমেলা চত্বরে পোস্টার সাঁটানো হয়েছে, ”শিশুদের হাতে মোবাইল নয়, বই তুলে দিন।”
আরও পড়ুনঃ Berhampore Theatre: পঞ্চাশ বছরে চুঁয়াপুর সুহৃদ, বহরমপুরে শুরু জাতীয় নাট্যোৎসব

Berhampore Boimela মোবাইল ছেড়ে বইমেলায়
Berhampore Boimela Berhampore Shishu Boimela অনেকেই স্মৃতি চারণায় ছোট বেলায় গোরুর রচনা লেখার কথা বলেন। ঠিক তেমনি আরেকটি প্রবন্ধ স্কুল বেলায় কম, বেশি সবাইকে লিখতে হয়েছে। তা হল, বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ? যে কারণে কম্পিউটার এদেশে চালু করা না করা নিয়ে বাধা বিপত্তি বিতর্ক হয়েছিল। ঠিক একইভাবে অনেকে বলছেন, মোবাইল সর্বনাশ করে দিচ্ছে শিশুদের। মোবাইল আসক্তি ছাড়া তারা চলতে পারছে না। ঠিক এই বক্তব্য উঠে এল বহরমপুর শহরে শিশু বইমেলার উদ্বোধনের অনুষ্ঠানে। কৃষ্ণনাথ কলেজিয়েট স্কুলে এর উদবোধনে বলা হচ্ছিল, মোবাইল ক্ষতি করছে শিশুদের। ফলে মোবাইল ছাড়া বইমেলায় শিশুরা কতটা আসবে তা নিয়ে একটা প্রচ্ছন্ন প্রশ্নও তাতে শোনা যায়। এখন স্মার্ট ক্লাসরুম, ডিজিটাল ক্লাসরুম চালু হয়েছে বিভিন্ন স্কুলে। এমনিতে অনেকেই বলেন, এখন বই পড়াও কমে গিয়েছে। তবে তার মধ্যে এদিন দেখা গিয়েছে নির্মল হাসি ছড়িয়ে শিশুরা বইয়ের সামনে খেলছে। স্কুল পোশাকেও এসেছে। আবার বাবা-মায়ের সঙ্গেও অনেকে আসে।

Berhampore Boimela ”এই বিশ্বকে এই শিশুর বাসযোগ্য করে যাব আমি।”
Berhampore Boimela চারপাশ যখন ক্ষয়ে যাচ্ছে। তখন একটা আস্থার সুতো দরকার। যেখান থেকে আমরা ভুল শিখবো না। টিভিতে, পাড়ায়, মোবাইলে যা দেখে শিশুরা অনুকরণ করতে শিখে যায়। শিশুদের প্রদীপের মতো আগলে রাখার কথা উঠে আসে বিশিষ্টদের বক্তব্যে। অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. সত্রাজিৎ গোস্বামী বলেন, নিজের সন্তানের কথা ভেবে সুকান্ত ভট্টাচার্যের কবিতার লাইন বলুন, ”এই বিশ্বকে এই শিশুর বাসযোগ্য করে যাব আমি।”

Berhampore Boimela পড়া পড়া খেলা,বহরমপুরে এখন শিশু বইমেলা মুর্শিদাবাদ জেলা শিশু বইমেলা ও সাংস্কৃতিক উৎসব ও সুকান্ত ভট্টাচার্যের জন্ম শতবর্ষ উদযাপন। অনুষ্ঠানে ছিলেন সূর্যসেনার কর্ণধার নির্মল সরকার, সাংবাদিক বিপ্লব বিশ্বাস, স্নায়ুরোগ বিশেষজ্ঞ ড. এ হাসান সহ বিশিষ্টরা।
















