Berhampore Body সাত সকালে ভয়ঙ্কর কাণ্ড দেখলেন বহরমপুর গোরাবাজার এলাকার বাসিন্দারা । ভাগীরথী নদীর Bhagirathi River ধারে ২১ ধাপিতে উদ্ধার এক যুবকের মৃতদেহ। ফাঁস লাগানো অবস্থায় ঝুলছিল দেহ।
Berhampore Body এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠান হয় মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে Murshidabad Medical College & Hospital । মৃত চন্দন সাহা বহরমপুরের নিরুপমা দেবী রোড এলাকার বাসিন্দা বলে পুলিশ সুত্রে খবর। কিভাবে যুবকের মৃত্যু হল, মৃত্যুর কারন কি তা খতিয়ে দেখছে পুলিশ।