Berhampore BJP হাতে ঝাঁটা । সঙ্গে বোতলে গোবর জল। এসব নিয়েই সোমবার সকালে বহরমপুর থানার Berhampore Police Station সামনে হাজির বিজেপি’র মহিলা কর্মীরা। কিন্তু কেন ? উপলক্ষ্য, বিজেপির Bharatiya Janata Party ডাকা থানা শুদ্ধিকরণ অভিযান। কিছুক্ষণ থানার সামনে ব্যানার নিয়ে চলে অবস্থান। এরপর থানার সামনে রাস্তায় ঝাঁট দিতে শুরু করেন বিজেপির মহিলা কর্মীরা। রাস্তায় ছিটিয়ে দেওয়া হয় গোবর জলও।
Berhampore BJP আরজি কর ইস্যুতে আন্দোলনে নিজেদের অস্তিত্ব বজায় রাখতে চাইছে বিজেপি। সেই লক্ষ্যেই সোমবার রাজ্য জুড়ে থানা শুদ্ধিকরণ কর্মসূচির ডাকও দেওয়া হয়েছে। বিজেপির মহিলা মোর্চার কর্মীরা জেলায় জেলায় থানা শুদ্ধিকরণ অভিযান কর্মসূচি পালন করছেন সোমবার। Berhampore BJP বিজেপি’র মহিলা মোর্চার বহরমপুর জেলার সভাপতি সুস্মিতা চৌধুরী বলেন, “ দার্জিলিং থেকে দীঘা নারী নির্যাতন বাড়ছে। তার মধ্যে পুলিশের ভূমিকা নিন্দনীয়। এই বিষয়টাই আমরা তুলে ধরতে চাইছি”।