এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

Berhampore BJP বারুইপুর কাণ্ডে বহরমপুরে মিছিল, থানার সামনে বিক্ষোভ BJP-র

Published on: March 20, 2025
Berhampore BJP

Berhampore BJP বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ বিজেপি বিধায়কদের হেনস্থার প্রতিবাদে বহরমপুরে পথে নামল বিজেপি নেতা, কর্মীরা। মিছিল করে বহরমপুর থানার সামনে বিক্ষোভ বিজেপির। বারুইপুরে দলীয় কর্মসূচীতে যোগ দিতে গিয়ে বিরোধী দলনেতা সহ বিজেপি বিধায়কদের হেনস্থা করা হয় বলে অভিযোগ। বুধবারের ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার দুপুরে  বহরমপুর সাংগঠনিক জেলা বিজেপির পক্ষ থেকে বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেই এদিন বহরমপুরের বিভিন্ন এলাকায় মিছিলে হাঁটেন বিজেপি নেতা কর্মীরা।  বিজেপি কার্যালয় থেকে এই মিছিল শুরু হয়।  মিছিলে পা মেলান বিজেপির বহরমপুর সাংগঠনিক জেলা সভাপতি শাখারভ সরকার সহ বিজেপি নেতা কর্মীরা। শাখারভ সরকারের নেতৃত্বে এদিন মিছিল এসে পৌঁছায় বহরমপুর থানার সামনে। থানার গেটের সামনেই বিক্ষোভ অভিযান চলে বেশ কিছুক্ষন।

Berhampore BJP বিজেপি বহরমপুর সাংগঠনিক জেলা সভাপতি শাখারভ সরকার জানান, পশ্চিমবঙ্গের সাথে সাথে এই জেলাতেও থানা পর্যন্ত অভিযান হবে। একটাই বার্তা যে তৃণমূল কংগ্রেস এবং প্রাকৃতিক দুর্যোগ কোনকিছুতেই বিজেপির বিজয় রথকে স্তব্ধ করতে পারবে না। বিধানসভায় যেভাবে শুভেন্দু অধিকারী, রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ও অন্যান্য রাজ্য নেতারা লড়াই করছে তাদের পাশে বাংলার বিজেপি এবং নাগরিকা আছে, সেইজনই এই বিক্ষোভ অভিযান।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now