Berhampore BJP শাখারভ সরকারকে সরিয়ে বহরমপুরে বিজেপির নতুন মুখ মলয় মহাজন

Published By: Imagine Desk | Published On:

Berhampore BJP বিজেপি বহরমপুর সাংগঠনিক জেলার সভাপতি বদল। পুরনো মুখের বদলে নতুন মুখে ভরসা গেরুয়া শিবিরের! বছর খানেকের মধ্যেই রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগে সাংগঠনিক নির্বাচন সম্পূর্ণ করতে পদক্ষেপ করে বিজেপি। বহরমপুরে শাখারভ সরকারকে সরিয়ে জেলা সভাপতির দায়িত্ব দেওয়া হল মলয় মহাজনকে। বুধবার জেলার নতুন সভাপতির দায়িত্ব গ্রহণ করলেন মলয় মহাজন। ফুলের তোড়া দিয়ে নব নির্বাচিত জেলা সভাপতিকে শুভেচ্ছা জানান বিজেপি কর্মীরা। আগামীর রণকৌশল, সংগঠনের দায়িত্ব নিয়ে কী বললেন নতুন জেলা সভাপতি?

Berhampore BJP এদিন মলয় মহাজন বলেন, “বহরমপুর সাংগঠনিক জেলায় শুধুমাত্র একজনই মনোনয়ন করেছিল। সেই সুবাদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেলা সভাপতি নির্বাচিত হয়েছি। দল সিদ্ধান্ত নিয়েছে ঐক্যবদ্ধ ভাবে এবার লড়াইয়ে নামছি। এবার দলের রণকৌশল কী হবে? কীভাবে লড়াইয়ে নামব এই বিষয়ে উচ্চ নেতৃত্বের সঙ্গে জেলার আরও যারা লিডার আছেন তাদের সঙ্গে কথা বলে স্থির হবে। তবুও প্রাথমিকভাবে প্রতিবেশী জেলা লালবাগ- মুর্শিদাবাদ এবং জঙ্গিপুর দুই সভাপতির সঙ্গে কথা হয়েছে। তাঁরা শুভেচ্ছা জানিয়েছেন। এই তিন জেলা একত্রিত হয়ে, তিন জেলার প্রেসিডেন্ট, এক্স প্রেসিডেন্ট, বর্তমান এমএলএ, লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী এবং সিনিয়র লিডার যারা আছেন তাদের সকলকে একত্রিত করে ঐক্যবদ্ধ ভাবে লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছি। বহরমপুর জেলার সভাপতি যেহেতু এটা আমার ইচ্ছে যে তিন জেলা একত্রিত হয়ে ঐক্যবদ্ধ মুর্শিদাবাদ জেলা মুর্শিদাবাদে নামতে চলেছি”।

Berhampore BJP উল্লেখ্য, ২০২১ এর বিধানসভা নির্বাচনে মুর্শিদাবাদের ২২ আসনের মধ্যে ২ টি আসন পায় বিজেপি। তারপর দলের নীতি মেনে জেলাকে তিন টুকরো করা হয় সাংগঠনিকভাবে। জলঙ্গীর বিজেপি নেতা শাখারভ সরকারকে বহরমপুরের সভাপতি পদের দায়িত্ব তুলে দেওয়া হয়। ২৬ এর আগে এবার সভাপতির পদে মলয় মহাজন।