Berhampore Art Exhibition রঙিন ক্যানভাস। ছবি যেন জীবন্ত। শিল্পীর হাতের ছোঁয়ায় ক্যানভাসে ফুটে উঠেছে এক একটি গল্প। কারও ক্যানভাসে গৌতম বুদ্ধ। কেউ এঁকেছে প্রকৃতির ছবি। আবার কারও ছবিতে রাজকন্যে- ভাবি শিল্পীদের কাজ দিয়েই সেজেছে আর্ট গ্যালারীর দেওয়াল। চিত্র, ভাস্কর্য এবং হস্তশিল্পের প্রদর্শনী নিয়ে এভাবেই বহরমপুর শহরে আসর বসছে চিত্রচয়নের চিত্রকলা প্রদর্শনীর। ২৩ শে জানুয়ারি থেকে ২৭ শে জানুয়ারি- মোট পাঁচ দিন ধরে প্রদর্শনী চলবে বহরমপুর পৌর আর্ট গ্যালারীতে। প্রদর্শনী শুরুর আগে বুধবার সন্ধ্যায় গ্যালারী সাজাতে ব্যস্ততা একদল শিক্ষার্থীদের।
Berhampore Art Exhibition ছবির পাশাপাশি রয়েছে বিভিন্ন হাতের কাজ। মাটির সরা, কাগজের প্লেট, কুলোয় উঠে এসেছে শিল্পী মন। চিত্রচয়ন আয়োজিত এই প্রদর্শনী যেন শিল্পীদের মিলন ক্ষেত্র। ৬০ জন শিল্পীর কাজ এই প্রদর্শনীতে প্রদর্শিত থাকবে। প্রদর্শনী থেকেই সাধ্যের মধ্যে ঘর সাজানোর হাতের কাজ সংগ্রহেরও সুযোগ থাকছে। চিত্র চয়নের বার্ষিক চিত্র প্রদর্শনী ঘিরে উচ্ছ্বসিত শিল্প প্রেমীরা।
Berhampore Art Exhibition প্রদর্শনী ঘিরে আশাবাদী চিত্র শিল্পী সৌমেন্দ্রনাথ মণ্ডল, বলেন ” ভীষণভাবে স্বপ্ন দেখতে ভালোবাসি। সয়াবি অত্যন্ত আশা করে আছে। যত বেশী সংখ্যক মানুষ প্রদর্শনী দেখতে আসবেন, ভাবী শিল্পীরা উৎসাহ পাবে।” তিনি আরও বলেন, ” গত বছর প্রদর্শনী থেকে ১৩ টি ছবি বিক্রি হয়েছে। এবারেও মধ্যবিত্তের ধরা ছোঁয়ার মধ্যেই ছবির দাম রাখা হয়েছে। প্রদর্শনীর মাধ্যমে ছবির সাথেই হাতের কাজও বিক্রি হয়। “