এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

Berhampore AQI বহরমপুরে ২৫০ পেরালো AQI, বাড়ছে চিন্তা

Published on: October 24, 2025
Berhampore AQI

Berhampore AQI বহরমপুরে ২৫০ পেরালো AQI। ভাইফোঁটার রাত ছাপিয়ে গেল দীপাবলিকেও। বাড়ল চিন্তা।

ভারতের এয়ার কোয়ালিটি ইনডেক্স স্ট্যান্ডার্ড অনুযায়ী ২০০ র বেশি একিউআই হলে সেটা “অস্বাস্থ্যকর”। ১৫০ পেরোলে সেই বাতাস “ খারাপ” (Poor) বলেই বিচার করা হয়। ২৩ অক্টোবর, aqi.in- এর দেওয়া হিসেব অনুযায়ী, বৃহস্পতিবার রাত ৮ টায় বহরমপুরের এয়ার কোয়ালিটি ইনডেক্স ছুঁয়েছে ২৬৬ । যেটা বিপদের।

আরও পড়ুনঃ Murshidabad Weather ঝলসানো গরমে বহরমপুরে হাঁসফাঁস !

Berhampore AQI আলোর উৎসবে অশনি সংকেত।

মুর্শিদাবাদে শহর বহরমপুরেও দীপাবলি আর ভাইফোঁটায় আতশবাজি, শব্দবাজির দাপট উপহার দিল একরাশ বিষ। দীপাবলি থেকেই দেদার পুড়ল আতস বাজি । ফাটল শব্দ বাজি। হল আনন্দ, ফুর্তি। আর বিষ মিশল হাওয়ায়। সেই বিষেই  হাঁফফাঁস জনজীবন।

Berhampore AQI কালীপুজোর মাঝরাত। সবে বেজেছে রাত বারোটা। ক্যালেন্ডারে ২১ অক্টোবর।  সেই মাঝরাতে বহরমপুর শহরে এয়ার কোয়ালিটি ইনডেক্স ছুঁয়েছিল ১৯২ এর কাঁটা ।আর ২৩ অক্টোবর, ভাইফোঁটার সন্ধ্যায় ছাড়িয়ে গেল দীপাবলির রাতকেও।

Berhampore AQI

aqi.in- এর দেওয়া হিসেব অনুযায়ী, বৃহস্পতিবার রাত ৮ টায় বহরমপুরের এয়ার কোয়ালিটি ইনডেক্স ছুঁয়েছে ২৬৬ । এককিউআই ২০০ ছাড়ালে সেটা যথেষ্টই বিপদের বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা। ২৪ তারিখ সকাল ৭ টা অবধি বহরমপুরের একিউআই ছিল ১৬০ এর উপরে।

Berhampore AQI কী এই একিউআই ?

বায়ু মান সূচক (Air Quality Index বা AQI) হল একটি উপকরণ, যা বাতাসে উপস্থিত বিভিন্ন দূষণকারীর ঘনত্বের মানের উপর ভিত্তি করে নির্ধারিত হয়। এটি ছয়টি শ্রেণিতে বিভক্ত — ভালো (Good), সন্তোষজনক (Satisfactory), মাঝারি দূষিত (Moderately Polluted), খারাপ (Poor), খুব খারাপ (Very Poor), এবং গুরুতর (Severe)। কোনো এলাকার বায়ু মান সূচক যদি “খারাপ” থেকে “গুরুতর” স্তরে পৌঁছায়, তবে সেই এলাকার মানুষের মধ্যে অসুস্থতা ও মৃত্যুহারের বৃদ্ধি ঘটতে পারে।

Berhampore AQI কী হবে দুষিত বাতাসে ?

ভারত সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের  National Programme on Climate Change and human Health  অনুযায়ী   একিউআই ২০০ পেরিয়ে গেলে সেই বায়ুতে বেশিক্ষণ নিঃশ্বাস নিলে সুস্থ মানুষেরও   শ্বাসকষ্টর মতো সমস্যা দেখা যায় । সেই বাতাসে কিছুক্ষণ নিঃশ্বাস নিলেই প্রসুতি, শ্বাস কষ্ট বা হৃদরোগে আক্রান্ত ব্যক্তি,    অসুস্থ ও ৫ বছরের কম বসয়ী  শিশুদের নানা শারীরিক সমস্যা দেখা দিতে পারে। বহরমপুর শহরের একিইআই ২৬৬ ছোঁয়ায় বিপদের আঁচ পাচ্ছেন পরিবেশকর্মীরা।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now