Berhampore বহরমপুরে নার্সিংহোমে হানা স্বাস্থ্য ও প্রশাসনিক কর্তাদের

Published By: Imagine Desk | Published On:

Berhampore শহর বহরমপুরের মধুপুর এলাকায় একটি বেসরকারি নার্সিংহোমে আচমকাই হানা দিলেন জেলা মুখ্যস্বাস্থ্য আধিকারিক, এসডিও সহ পুলিশ ও প্রশাসনিক আধিকারিকেরা। ঐ নার্সিংহোম নিয়ে একাধিক অভিযোগ রয়েছে। সেই অভিযোগের ভিত্তিতেই অভিযান চলে বুধবার দুপুরে। সরজমিনে পরিস্থিতি খতিয়ে দেখতে গিয়ে নানান অনিয়ম নজরে আসে স্বাস্থ্য ও প্রশাসনিক কর্তাদের। কথা বলা হয় নার্সিংহোমের কর্মী, চিকিৎসকদের সাথে। রোগী পরিষেবা থেকে নিরাপত্তা- খুঁটিনাটি বিষয়ে খোঁজ নেওয়া হয়। অভিযানের পরেই রোগী ভর্তি প্রক্রিয়া বন্ধ রাখার নির্দেশ দেয় প্রশাসন।

Berhampore জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ সন্দীপ সান্যাল জানান, নার্সিংহোম নিয়ে একটা অভিযোগ ছিল। সেই অভিযোগ সরেজমিনে খতিয়ে দেখা হল। এরপর বিভাগীয় যা ব্যবস্থা নেওয়ার তা নেওয়া হবে। অনেকরকম অভিযোগ ছিল। আরএমও নেই, চিকিৎসক থাকছে না ইত্যাদি এই জিনিসগুলো ছিল। সেইগুলোই দেখা হল। যা ব্যবস্থা নেওয়ার অবশই নেওয়া হবে।

Berhampore অভিযান প্রসঙ্গে বহরমপুরের এসডিও শুভঙ্কর রায় জানান, ডিসট্রিক্ট ম্যাজিস্ট্রেটের নির্দেশ অনুসারে এই নার্সিংহোমে পরিদর্শন হল। পলিউশান কন্ট্রোল বোর্ড থেকে ফায়ার সার্ভিস, সিএমওএইচ তাঁর টিম প্রত্যেকেই ছিলেন। সব ঠিক ঠাক আছে কিনা দেখা হল। পরিদর্শনের রিপোর্ট জেলা শাসকের কাছে দেওয়া হবে।

Berhampore উল্লেখ্য যে বাড়িটি ভাড়া নিয়ে এই নার্সিংহোমটি চলছিল তা নিয়ে দীর্ঘদিন ধরে টালবাহানা এবং জটিলতা তৈরি হয় বাড়ির মালিক ও নার্সিংহোম মালিকের মধ্যে। বাড়ি মালিকের অভিযোগ নথি জাল করে নার্সিংহোম কতৃপক্ষ নার্সিংহোমটি চালাচ্ছিলেন এতদিন। বাড়ির মালিক তাপস কুমার ঘোষ জানান, বিজলি ঘোষ নামে একজনকে বাড়ি ভাড়া দিয়েছিলেন। চুক্তিপত্র শেষ হয়েছে ২০১০ সালের সেপ্টেম্বরে। সিএমওএইচ অফিসে রিনিউয়াল বা নবীকরণ করার সময় পুরনো সই রেখে শুধু তারিখ পাল্টে দেওয়া হচ্ছে। কোনরকম লাইসেন্স ছাড়া বেআইনি ভাবে চলছে এই কাণ্ড। বিভিন্ন দপ্তরে বারবার অভিযোগ করা হয়েছে।

Berhampore যদিও অভিযোগের প্রেক্ষিতে নার্সিংহোম কর্তৃপক্ষের কোন প্রতিক্রিয়া মেলেনি। শহরের বুকে বিস্ফোরক এই অভিযোগ ঘিরে ছড়িয়েছে চাঞ্চল্য। রোগী চিকিৎসার ক্ষেত্রে এতবড় গলদ! এরকম গাফিলতি! যে ঘটনায় শিউরে উঠেছেন শহরের মানুষজন। অভিযোগ খতিয়ে দেখে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবিও উঠছে।