Berhampore Adhir: বাজনা বাজিয়ে পয়লায় পথে অধীর

Published By: Madhyabanga News | Published On:

Berhampore Adhir পয়লা সকালে বাজনা বাজিয়ে বহরমপুরে প্রচারে অধীর। । রবিবার বহরমপুরের দয়ানগর, হোতাসাঁকো এলাকায় প্রচার  করেছেন অধীর।  শনিবার সকালে বহরমপুরের প্রচার সেরে ফেরার পথে এক তৃণমূল কর্মীর সাথে বসচায় জড়িয়েছেন অধীর। অধীর চৌধুরী গান্ধী কলোনীতে প্রচার সেরে ভাগিরথীর ধারে তৃতীয় সড়ক দিয়ে বাড়ি  ফিরছিলেন অধীর। সেই সময়   বহরমপুরের নতুনবাজার গোয়ালপাড়ায় হনুমান  মন্দিরের সামনের রাস্তায়  এক তৃণমূল কর্মী তার বিরুদ্ধে স্লোগান দেন  করেন বলে অভিযোগ। এরপর  গাড়ি থেকে নেমে ওই তৃণমূল কর্মীর সাথে বচসায় জড়ান অধীর। ওই ব্যক্তির কলারও ধরতে দেখা যায় অধীরকে।   মারধর করার  সিসিটিভি ফুটেজ হয়  ভাইরাল।  এরপরই  তৃণমূল কর্মীদের  বিক্ষোভের মুখে পড়েন  অধীর চৌধুরী। গো ব্যাক স্লোগান দিয়ে  বিক্ষোভ তৃণমূল কর্মীদের।  পালটা স্লোগান দেন  অধীর অনুগামীরা ।এই ঘটনায় পথে নামে তৃণমূলও।  সেই ঘটনার জের রয়েছেন এখনও। এর মাঝেই  রবিবার ফের বহরমপুর শহর এলাকায়  প্রচারে অধীর। এদিন প্রচারে রয়েছেন কংগ্রেস ও সিপিএম কর্মীরা।