Berhampore বহরমপুরে সিনেমার কায়দায় কিডন্যাপাররা কুপোকাৎ ! একদিকে অপরাধীদের চাপে রাখতে পুলিশের চিরুনি তল্লাশি। সেই তল্লাশি থেকে বাঁচতে পালাতে গিয়ে কুপোকাৎ কিডন্যাপার। কিডন্যাপ হওয়া যুবকের বুদ্ধিতে অবশেষে শেষ রক্ষা। বৃহস্পতিবার এই ঘটনায় ঘটল বহরমপুরে।
আরও পড়ুনঃ Beldanga News সিম কার্ড জালিয়াতি! পুলিশের জালে দুই ভাই
Berhampore ঠিক কী ঘটেছিল ?
জানা যায় বহরমপুরের গোরাবাজারের একটি আবাসন থেকে বুধবার সন্ধ্যায় কিডন্যাপ করা হয় এক কলেজ ছাত্রকে। লালবাগ থানার তেঁতুলিয়া গ্রামের বাসিন্দা ওই ছাত্রকে একটি মোটরসাইকেলে চাপিয়ে তুলে নিয়ে যাওয়া হয়। এরপর বাড়িতে ফোন করে চাওয়া হয় ২ লক্ষ ৪৫ হাজার টাকা।
Berhampore তল্লাশি শুরু করে পুলিশ
রাত সাড়ে এগারোটা নাগাদ বহরমপুর থানার Berhampore Police Station দারস্থ হন ওই যুবকের বাবা। রুজু করেন অভিযোগ। ঘটনার তদন্তে বিশেষ টিম গঠন করে বহরমপুর থানা। শুরু হয় চিরুনি তল্লাশি। বৃহস্পতিবার সকাল থেকে ফের তল্লাশি অভিযানে নামে পুলিশ। বেশ কিছু বাড়িতেও দেওয়া হয় হানা। ডোমকল থানার বেশ কিছু গ্রামেও পৌঁছে যায় বহরমপুর থানার পুলিশ। তল্লাশি চলে বহরমপুরের গোরাবাজার, কাশিমবাজার এলাকাতেও । পুলিশের তল্লাশিতে চাপে পড়ে যায় কিডন্যাপাররা।
Berhampore পালানোর চেষ্টা কিডন্যাপারদের
পুলিশের হাত থেকে বাঁচতে ওই যুবককে বাইকের মাঝে বসিয়ে বেলডাঙ্গা থেকে নদীয়ার দিকে চলে যাওয়ার চেষ্টা করে তাঁরা। বেলডাঙ্গার বেগুনবাড়ি সংলগ্ন এলাকায় বুদ্ধি খেলে কিডন্যাপ হওয়া যুবকের মাথায়। কোনও ভাবে বাইকের ব্রেকে চাপ দেয় ওই যুবক। এতেই কিস্তিমাৎ। মোটরসাইকেল সমতে মাটিতেই পড়ে যায় তিন জন। দৌড়ে স্থানীয়দের জড়ো করেন ওই যুবক। স্থানীয়রাই পাকড়াও করেন এক কিডন্যাপারকে। যদিও বাইক নিয়ে চম্পট দেয় আরেক জন। বহরমপুর থানার পুলিশ বেলডাঙ্গা গিয়ে উদ্ধারকরে ওই যুবককে। গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত কিডন্যাপারকে। আজ পেশ করা হবে আদালতে। আরেক অপহরণকারীর সন্ধানে তল্লাশি চালাচ্ছে পুলিশ।













