Berhampore: ছাড়া পেলেন আটক পরিবেশকর্মীরা, সকালে অনশনমঞ্চ থেকে আটক করেছিল পুলিশ

Published By: Madhyabanga News | Published On:

সকালে আটকের পর বিকেলে মুক্তি পেলেন বহরমপুর শহরের  ২৬ জন সমাজকর্মী। জলাভূমি রক্ষার  দাবিতে  বুধবার সকালে বহরমপুর গান্ধীমূর্তির কাছে   অনশনে বসেছিলেন তারা । বুধবার বিকেলে বহরমপুর থানার পুলিশ মুক্তি দেয় আটকদের।

থানা থেকে বেড়িয়ে আসছেন পরিবেশকর্মীরা

। বুধবার দুপুরে জেলা প্রশাসনিক ভবনের সামনে গান্ধী মূর্তির পাশে অবস্থান অনশন মঞ্চ থেকে তুলে নিয়ে যাওয়া হয় আন্দোলনকারী ২৬ জনকে। দিনভর নানা ভাবে হেনস্থার শিকার হলেও নিজেদের আন্দোলনের দাবীতে অনড় জলাভূমি রক্ষা কমিটির সদস্যরা। মুক্তির পর থানা থেকে পায়ে হেঁটে স্টুডেন্টস হেলথ হোমে যান জলাভূমি রক্ষা কমিটির সদস্যরা। জলাভূমি রক্ষার  অ্যাপ্রন পরেই হয় মিছিল।

জলাভূমি রক্ষা কমিটির সদস্যরা জানান, শহরের জলাভূমি রক্ষার দাবিতে আন্দোলন চলবে।