এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

Berhampore ১০ম আঞ্চলিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় মঞ্চ মাতালো হোমের আবাসিকরা

Published on: December 19, 2025
Berhampore 

Berhampore  জনশিক্ষা প্রসার ও গ্রন্থাগার পরিষেবা বিভাগের উদ্যোগে ১০ ম জোনাল কালচারাল মিট Zonal Cultural Meet হল মুর্শিদাবাদ Murshidabad জেলায়। শুক্রবার বহরমপুর কালেক্টরেট ক্লাব অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক প্রতিযোগিতা। নদীয়া, উত্তর ২৪ পরগনার বিভিন্ন হোম, বানীপুর স্টেট ওয়েলফেয়ার হোম , মুর্শিদাবাদ সেন্ট্রাল স্টেট ওয়েলফেয়ার হোমের আবাসিকরা এই আঞ্চলিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। অঙ্কন থেকে দলগত নৃত্য, একাঙ্ক নাটক নিয়েই হয় সাংস্কৃতিক প্রতিযোগিতা। সাংস্কৃতিক প্রতিযোগিতায় প্রতিযোগীদের উৎসাহ জোগাতে উপস্থিত ছিলেন জনশিক্ষা প্রসার ও গ্রন্থাগার পরিষেবা বিভাগের কর্তাব্যক্তি, জেলা প্রশাসনিক আধিকারিক, জেলা জনশিক্ষা প্রসার আধিকারিক ও বিশিষ্ট ব্যক্তিবর্গ।

Berhampore  এবছর জোনাল কালচারাল মিট হল মুর্শিদাবাদে

আরও পড়ুনKandi School Meal: বিক্ষোভ, জেমোর স্কুলে চালু মিড ডে মিল

প্রতিযোগিতার চলাকালীন এক নাটকের মুহূর্ত

 

আরও পড়ুন-  Berhampore News বহরমপুরে মহিলাকে আটকে রেখে এই কান্ড ! পঞ্চায়েত মেম্বার সহ গ্রেফতার ২ 

Berhampore ২০০-র বেশি আবাসিক অংশ নেন সাংস্কৃতিক প্রতিযোগিতায়

 

মেন্টর ও দর্শক

 

Berhampore  মুর্শিদাবাদ জেলা জনশিক্ষা প্রসার আধিকারিক অমিত সাহা বলেন, ২০০-র বেশি আবাসিক অংশগ্রহণ করেছে। হোমের আবাসিকরা শুধুমাত্র হোমে পড়াশোনাই করেনা, তাদের সৃজনশীল ক্ষমতা প্রকাশও বিভিন্ন সময়ে বিভিন্ন ভাবে করে থাকে। শুধুমাত্র স্পোর্টসে অংশগ্রহন করছে তা নয় সৃজনশীল প্রতিভার প্রকাশের জন্য বিভিন্ন জায়গায় নাট্যশিল্পীদের ওয়ার্কশপ, বিভিন্ন জায়গায় প্রতিভার স্ফুরণ ঘটেছে। জেলা ছাড়িয়ে রাজ্যস্তরের প্রতিযোগিতায় পুরস্কার এনেছে। জোনাল কালচারাল মিটে যারা প্রতিটি বিভাগে প্রথম ও দ্বিতীয় হবে তারা বানীপুরে ১৪,১৫,১৬ জানুয়ারি স্টেট কালচারাল মিট ও স্টেট স্পোর্টস মিটে যোগ দান করবে। সেন্ট্রাল স্টেট ওয়েলফেয়ার হোম, জেলা প্রশাসনের সহযোগিতায় এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

 

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now