Bengal Governor Murshidabad মুর্শিদাবাদে এসে কঠোর হুঁশিয়ারি রাজ্যপাল সিভি আনন্দ বোসের Dr. C.V Ananda Bose । এদিন লালগোলায় হুমায়ুন কবিরের বাবরি মসজিদ এবং মুর্শিদাবাদে বিজেপির রাম মন্দিরের পরিকল্পনা নিয়ে প্রশ্ন করেন সাংবাদিকরা। সেই প্রশ্নের জবাবে কার্যত হুঁশিয়ারি দিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।
আরও পড়ুনঃ সামসেরগঞ্জ ঘুরে রাষ্ট্রপতি শাসন চাইছেন রাজ্যপাল !
Bengal Governor Murshidabad ভোটের আগে হুঁশিয়ারি রাজ্যপালের
এদিন রাজ্যপাল বলেন, ভোট আসতেই সমাজে বিভাজন তৈরি করা হচ্ছে। এটা কাউকে করতে দেওয়া হবে না। সংবাদিক মেনে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। লালগোলায় রাজ্যপাল বলেন, ” বিধানসভার নির্বাচিত সদস্য ( হুমায়ুন কবির) বা রাজনৈতিক বিরোধীদের ( বিজেপি) নিয়ে কোন মন্তব্য করবো না। তবে একটা বিষয় বলতে চাই। এটা এমন একটা ইস্যু, যেটা নিয়ে দেশের আদালত সিদ্ধান্ত নিয়েছে। সেই ইস্যুকে আবার জাগিয়ে তোলাটা অশুভ” ।
Bengal Governor Murshidabad এরপর সামসেরগঞ্জের ঘটনার কথাও টেনেছেন রাজ্যপাল। তিনি বলেছেন, ” সম্প্রতি অতীতে মুর্শিদাবাদ একাধিক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। সেটার একটা প্যাটার্ন ছিল। আমি কিছু মাস পরে হিংসার শিকার একটি যায়গায় গিয়েছিলাম” ।

রাজ্যপালের আশঙ্কা ২০২৬ এর ভোট এগিয়ে আসাতেই বিভাজন বাড়ছে। তিনি বলেছেন, ” এখন ভোট এগিয়ে আসছে। খুব কুৎসিত একটা বিষয় দেখা যাচ্ছে, সমাজে বিভাজন করা হচ্ছে। কঠোরভাবে এটা দমন করা হবে। সংবিধান এবং আইনের শাসন অনুযায়ী বিষয়টিকে দেখা হবে । কেউ বিভাজন তৈরি করে পার পাবে না। সংবিধানের ১৯৪ নম্বর ধারায় কঠোর ব্যবস্থা নেওয়া হবে” । রাজ্যপালের হুঁশিয়ারি নিয়ে জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলেও।
মঙ্গলবার সকালে রানাঘাট থেকে ট্রেনে তিনি বহরমপুর স্টেশনে আসেন। সেখান থেকে যান সার্কিট হাউসে। সেখান থেকে তাঁর এদিনের প্রথম গন্তব্য জিয়াগঞ্জ। এরপর সন্ধ্যায় লালগোলা যান সিভি আনন্দ বোস।












