Bengal Crocodile : ফরাক্কার গঙ্গায় ছাড়া হল কুমির,নদীয়ায় হয়েছিল উদ্ধার

Published By: Madhyabanga News | Published On:

মধ্যবঙ্গ নিউজ ডেস্কঃ ফরাক্কা হোক কিংবা বহরমপুর গঙ্গার কুমির দেখা গিয়েছে এর আগে। এবার নদীয়ায় উদ্ধার হওয়া কুমির ছাড়া হল ফরাক্কার গঙ্গায়। বৃহস্পতিবার বন দপ্তরের কর্মীরা কুমিরটিকে জলে ছেড়ে দেন রাতের অন্ধকারে। ধুবুলিয়ার বলাইনগর শিমুলতলা খালে দিন তিনেক আগে কুমিরটিকে প্রথম দেখা যায়। গত বুধবার কুমিরটিকে উদ্ধার করা হয় বলে জানা যায় স্থানীয় বাসিন্দারা প্রথমে কুমিরটি দেখতে পেয়ে বন দপ্তরে খবর দেন। বন দপ্তর কর্মীরা কুমিরটিকে উদ্ধার করে। এই প্রজাতির কুমির সাধারণত নদীর আশপাশের বড়ো খালে থাকে। মাছ, কচ্ছপ ও জলের ছোটো ছোটো প্রাণীদের খেয়ে বেচেঁ থাকে। বিহারের ঝাড়খণ্ড, মালদহ, ফরাক্কা ও পদ্মায় এদের দেখা যায়।