এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

Beldanga Yoga Day: বেলডাঙা কলেজে আন্তর্জাতিক যোগ দিবস পালন

Published on: June 21, 2024
Beldanga Yoga Day Celebration Today

Beldanga Yoga Day উমর ফারুক, বেলডাঙাঃ বেলডাঙা কলেজেও পালিত হল আন্তর্জাতিক যোগ দিবস। বেলডাঙা এসআরএফ কলেজের শারীরশিক্ষা বিভাগের পক্ষ থেকে কলেজে আন্তর্জাতিক যোগ দিবসের অনুষ্ঠানে যোগ দিলেন কলেজের অধ্যক্ষ সহ অধ্যাপক অধ্যাপিকা ও ছাত্র ছাত্রীরা। সুকবার সকালে কলেজ চত্বরে যোগব্যায়েম মধ্যে দিয়ে শরীর চর্চায় অংশগ্রহন করেন সকলে। যোগব্যায়েম গুরুত্ব নিয়ে সকলকে সচেতন করা হয়।

বেলডাঙা এসআরএফ কলেজের অধ্যক্ষ ডঃ সুভাষ রায় জানান, ‘প্রতিবছর এই দিনটি শারীরশিক্ষা বিভাগের ছাত্রছাত্রীরা উদযাপন করে থাকে। এই বছরও একই ব্যবস্থা করা হয়েছে। এদিন পড়ুয়ারা ছাড়াও উপস্থিত ছিলেন কলেজেরে অন্যান্য প্রফেশাররাও’।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now