ভোটের আগের রাতে বেলডাঙ্গায় খুন তৃণমূল কর্মী। কংগ্রেস-তৃণমূল সংঘর্ষ

Published By: Madhyabanga News | Published On:

নিউজ ডেস্কঃ ভোটের আগের রাতেই মুর্শিদাবাদে কংগ্রেস-তৃণমূল সংঘর্ষে মৃত্যু হল এক তৃণমূল  কংগ্রেস কর্মীর। রাতেই বেলডাঙ্গার কাপাসডাঙ্গায়  সংঘর্ষ হয় দুই দলের কর্মীদের মধ্যে।  মৃত্যু হয়েছে  তৃণমূল কর্মী বাবর আলির। এলাকায় উত্তেজনা।  পৌঁছায়  কেন্দ্রীয় বাহিনী। শুক্রবার সকালে  রানিনগরে  কংগ্রেস কর্মীকে খুনের অভিযোগ উঠেছিল তৃণমূলের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে বচসায় জড়ান  অধীর চৌধুরী। যদিও অভিযোগ অস্বীকার করে তৃণমূল। আর রাতে বেলডাঙ্গায় খুন হলেন কংগ্রেসের এক কর্মী। কংগ্রেস তৃণমূল সংঘর্ষে আহত বাবর আলিকে রাত সাড়ে দশটা নাগাদ নিয়ে আসা হয় মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে। সেখানেই মৃত্যু হয় তার । এর আগে বেলডাংগায় বোমা বাঁধতে গিয়ে মৃত্যু হয়েছে ২ জনের। দীর্ঘদিন পর ফের উত্তপ্ত বেলডাঙ্গার কাপাশডাঙ্গা।