Beldanga Protest: নিম্নমানের রাস্তা কাজ বন্ধ করেদিল গ্রামবাসীরা

Published By: Madhyabanga News | Published On:

Beldanga Protest নিম্নমানের সামগ্রী দিয়ে তৈরি হচ্ছে রাস্তা। বেলডাঙার আন্দুলবেড়িয়া-২ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত লোকনাথপুর থেকে আন্দুলবেড়িয়া যাবার রাস্তার কাজ বন্ধ করল গ্রামবাসীরা। স্থানীয়দের অভিযোগ অতি নিম্নমানের সামগ্রী দিয়ে তৈরি এই রাস্তা।

হাত দিলেই উঠে আসছে সিমেন্ট বালি এমনই অভিযোগে বৃহস্পতিবার সকালে বিক্ষোভ দেখান এলাকাবাসীরা। প্রতিদিন মানুষ এই রাস্তা দিয়ে যাতায়াত করেন। তার পরেও কেন নিম্নমানের সামগ্রী দিয়ে তৈরি হচ্ছে রাস্তা। সেই প্রশ্নই তুলছে গ্রামবাসীরা।

গ্রামবাসী নাজিবুর রহমান তিনি জানান, “আমাদের এই রাস্তা দীর্ঘদিন ধরে তৈরি হচ্ছে। বারবার বলেছিলাম নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হচ্ছে। কিন্তু শোনেনি। দেখুন হাত দিলেই বালি সিমেন্ট উঠে চলে আসছে”। যদিও এই সমস্ত বিষয়ে আন্দুলবেড়িয়া-২ গ্রাম পঞ্চায়েতর কাছে জানতে চাওয়া হলে। কোনরকমের প্রতিক্রিয়া মেলেনি।