নিজস্ব সংবাদদাতা, বেলডাঙ্গাঃ ভোটের মুখে বোমা বাঁধতে গিয়ে মুর্শিদাবাদে ফের মৃত্যু হল এক জনের। বেলডাঙ্গার ভাবতা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের মহেশপুরের মাঠে এদিন সকালে দেখা যায় এক ব্যক্তির দেহ। মৃত ব্যক্তির নাম কামাল শেখ, তিনি ওই গ্রামেরই বাসিন্দা। স্থানীয়রা জানান, মহেশপুর মোড় থেকে এক কিলোমিটার দূরে রাস্তার পাশে ওই ব্যক্তির দেহ পড়ে থাকতে দেখা যায়। স্থানীয়দের দাবি, সকালে ওই এলাকায় যেতেই দেখা যায় কামাল শেখের নিথর দেহ। মৃতদেহ দেখে পরিবারের অনুমান, বোমা বিস্ফোরণেই মৃত্যু হয়েছে । স্থানীয় সূত্রে খবর, বোমা বাঁধতে গিয়েছিলেন কামাল শেখ। সেই সময়েই বিস্ফোরণ হয়। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নিয়ে এসেছে।
২৪ জুন শনিবার বেলডাঙা থানার মঝঝমপুর বাগানপাড়া এলাকায় বোমা বাঁধতে গিয়ে মৃত্যু হয় বেলডাঙার কাপাসডাঙা এলাকার বাসিন্দা আলিম বিশ্বাসের। মঙ্গলবার রাতে শক্তিপুর থানার বেলডাঙ্গা দুই ব্লকের কোরাল পুকুর এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা যায়। বিস্ফোরণে জখম হন সালারের সরমস্তপুরের বাসিন্দা জামিরুল সেখ ও শেরফুল মোল্লা। তাঁদের প্রথমে শক্তিপুর হাসপাতাল এবং পরে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসয়াপাতালে ভর্তি করা হয়। আর মঙ্গলবার ফের বোমা বাঁধতে গিয়ে মৃত্যু হল মুর্শিদাবাদে।