এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

Beldanga NIA শনিবার সারাদিন বেলডাঙায় NIA, আদালতেও টিম

Published on: January 31, 2026
Beldanga NIA

Beldanga NIA দায়িত্ব নিয়েই বেলডাঙা কান্ডের তদন্তে গ্রাউন্ড জিরোয় NIA। বেলডাঙা থানা থেকে বড়ুয়া মোড়। জেলা পুলিশ সুপারের অফিসে সাইবার ক্রাইম থানা থেকে বহরমপুর আদালত।
তদন্তে দিনভর  National Investigation Agency (NIA)  এর তদন্তকারী দল । কীভাবে ঘটল বেলডাঙায় অশান্তির ঘটনা ? পিছনে কারা ? খোঁজে এনআইএ।

Beldanga NIA বেলডাঙায় অশান্তির ঘটনার তদন্তভার শুক্রবারই জাতীয় তদন্তকারী সংস্থা- এনআইএ হাতে তুলে দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। তদন্তে এনআইএ –র ৮ সদস্যের তদন্তকারী দল।
শনিবার সকাল ১০ টাতেই বেলডাঙা থানায় হাজির হন এনআইএ-র তদন্তকারী অফিসাররা। দফায় দফায় কথা বলেন থানার পুলিশ আধিকারিকদের সঙ্গে।
কেস ডায়রি নিজেদের হেফাজতে নেয় এনআইএ। NIA-র একটি দল যখন মোতায়েন বেলডাঙা থানায়। সেই সময়েই আরেকটি দল পৌঁছে যায় মুর্শিদাবাদ জেলা পুলিশ সুপারের অফিসে সাইবার ক্রাইম থানায়। সেখান থেকে বহরমপুর জেলা আদালতে হাজির হন এনআইএ-র অফিসাররা।

Beldanga NIA কী হল আদালতে ?

এদিন বেলডাঙা কাণ্ডে মোট ১৩ জনকে আদালতে পেশ করে পুলিশ। আসামী পক্ষের তরফ থেকে জানানো হয়, জামিনের আর্জি। সেই আর্জি নাকচ করেছে আদালত। সরকারি আইনজীবী নীলাব্জ দত্ত জানান, বেলডাঙা কান্ডে পুলিশ হেফাজতে থাকা ৯ জনের জামিন নাকচ। তাদের পাঠান হল জেল হেফাজতে। এনআইএর পক্ষ থেকে এই মামলা তাদের হেফাজতে নেওয়ার জন্য আবেদন জানান হয়েছে। আদালতেও এনআইএ-র পক্ষ থেকে জানানো হয়। বেলডাঙা কান্ডের তদন্তভার নিচ্ছে জাতীয় তদন্তকারী সংস্থা- এনআইএ।

আরও পড়ুনঃ Bangladeshi Arrested গভীর রাতের অভিযানে ধৃত তিন বাংলাদেশি অনুপ্রবেশকারী

এবার থেকে এই মামলার শুনানি হবে এনআইএ-র বিশেষ আদালতে। তদন্ত চালাবে এনআইএ। শনিবার বিকেলেই বেলডাঙার গ্রাউন্ড জিরোতেও পৌঁছে যান এনআইএ-র আধিকারিকরা।
১৬-১৭ জানুয়ারি উত্তপ্ত হয়ে ওঠে বেলডাঙা। ১৭ জানুয়ায়রি বেলডাঙার বড়ুয়া মোড়ে অবরোধ থেকে বাস ভাংচুরের ঘটনাও ঘটে। সেই বড়ুয়া মোড়ে এদিন হাজির হন এনআইএ-র তদন্তকারী অফিসাররা। খুঁটিয়ে দেখেন ঘটনাস্থল। সরে জমিনে চলে তদন্ত। পুলিশ কর্মীদের সঙ্গেও কথা বলেন তদন্তকারীরা। বোঝার চেষ্টা করেন। কীভাবে ঘটেছিল অশান্তির ঘটনা ? বেলডাঙায় অশান্তির পিছনে কারা ? খোঁজ শুরু করেছে এনআইএ। কোন দিকে এগয় এনআইএ-র তদন্ত। নজর রয়েছে সব মহলের।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now