Beldanga News ভেজাল ঘি, পনিরের কারবার! পর্দাফাঁস মুর্শিদাবাদে

Published By: Imagine Desk | Published On:

Beldanga News  দিনের পর দিন বাড়ির অন্দরে চলছিল এই কাণ্ড! যার পর্দাফাঁস করল পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চলে। সামনে আসে চাঞ্চল্যকর ঘটনা। কী সেই ঘটনা? জানা গেছে, ভেজাল দুগ্ধজাত পণ্য উৎপাদন ও বিতরণ দুটো কাজই চলছিল বহাল তবিয়তে।  বিশ্বাসযোগ্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে, মুর্শিদাবাদের ডিইবি, বেলডাঙ্গা থানা এবং এফএসও সৌরভ বসাকের একটি দল অভিযান চালায় বলে পুলিশ সূত্রে জানা যায়। বেলডাঙ্গা থানার অন্তর্গত গোপীনাথপুরের বাসিন্দা সুশান্ত ঘোষের ছেলে লেফটেন্যান্ট কুশ কুমার ঘোষের বাড়িতে এই অভিযান চালানো হয়। অভিযানে বাজেয়াপ্ত করা হয়েছে একাধিক সরঞ্জাম।

Beldanga News  কী কী বাজেয়াপ্ত করা হয়েছে?

Beldanga News  পুলিশ সূত্রে জানা গিয়েছে, বাজেয়াপ্ত করা হয়েছে ভেজাল ঘি, পনির।  পরিমানটাও অনেকটাই। ৫৫ কেজি ভেজাল ঘি, ২০ কেজি ভেজাল পনির, ১০ কেজি ডালডা, ৪ বোতল ক্লিনার অ্যাসিড, ১টি ডিজিটাল ওজনের যন্ত্র, ১টি ঘরোয়া গ্যাস সিলিন্ডার। ইতিমধ্যেই দায়ের করা হয়েছে অভিযোগ। অভিযুক্তের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় এফআইআর দায়ের করা হবে বলেই জানা গিয়েছে।

Beldanga News গোটা ঘটনায় আতঙ্কিত স্থানীয়রা। এই ভেজাল ঘি, পনির যেত কোথায়? কতদূর ছড়িয়ে ভেজাল কারবার? আর কারা কারা জড়িত? ইতিমধ্যেই উঠছে একাধিক প্রশ্ন। অভিযুক্তকে জিজ্ঞাসাবাদে আর কী কী তথ্য সামনে আনেন তদন্তকারীরা, সেই দিকেই তাকিয়ে স্বাস্থ্য সচেতন মানুষ।